কপাল চাপড়াচ্ছেন পাহাড়প্রেমীরা! দার্জিলিং গেলেই এবার বাড়তি খরচ, রোজ দিতে হবে কাঁড়ি কাঁড়ি টাকা
নেশনহান্ট ডেস্ক : ইতিমধ্যেই বাংলার আকাশ বাতাস জুড়ে খেলা করছে হিমেল হাওয়া। প্রকৃতি জানান দিচ্ছে যে শীত আর বেশি দূরে নেই। এই সময়টাতে মন উড়ু উড়ু করে অনেকের। শীতের মৌসুমে পাহাড়ে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। তবে শুধু শীতকাল কেন? গোটা বছরই পাহাড়ের রূপ ভিন্ন ভিন্ন রকম ভাবে সুন্দর। তাই বাংলার ভ্রমণ পিপাসুদের কাছে একদম হটলিস্টে থাকে দার্জিলিং। অনেকের কাছে পাহাড় ভ্রমন মানে উত্তরাখন্ড, দেহরাদুন, শিমলা, মানালি। বাঙালিদের কাছে প্রিয় পাহাড়ি ডেসটিনেশন হল দার্জিলিং নয়ত সিকিম। কয়েকটা দিন পাহাড়ি পরিবেশে শান্তিতে কাটানোর জন্য বহু বাঙালি বেছে নেন দার্জিলিং অথবা সিকিমকে। আরোও পড়ুন : স্কুলে ভর্তি নিয়ে বড়সড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! ঠিক করে দেওয়া হল ‘ক্লাস ওয়ানে’ অ্যাডমিশনের বয়স তবে আপনারাও যদি দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন। এবার থেকে দার্জিলিং ঘুরতে গেলে কিছুটা বেশি টাকা গুনতে হবে পর্যটকদের। একদমই ঠিক পড়ছেন। পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেবে দার্জিলিং প্রশাসন। যদিও প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকেই নিজেদের ক্ষোভ প্রকাশ ক...