দাম ৫০ টাকারও কম, ভ্যালিডিটি মিলবে এক মাস! BSNL'র সামনে মুখ থুবড়ে পড়বে Airtel, Jio
নেশনহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের টেলিকম বাজারে এক নম্বর অপারেটর হল রিলায়েন্স জিও। উন্নত টেকনোলজি ও গ্রাহক সংখ্যার নিরিখে বর্তমানে ভারতের টেলিকম বাজারে শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানির সংস্থা। জিও ছাড়াও ভারতের বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল, ভি কোনোরকমে টিকে রয়েছে। এই তিন বেসরকারি টেলিকম সংস্থার কাছে রীতিমতো নাস্তানাবুদ রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। প্রযুক্তিগতভাবে বিএসএনএল অনেকটাই পিছিয়ে রয়েছে অন্যান্যদের থেকে। এর ফলে ক্রমাগত গ্রাহক কমছে সরকারি এই টেলিকম সংস্থার। তবে এবার অন্যান্য টেলিকম সংস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ করে আকর্ষণীয় একটি রিচার্জ প্ল্যান আনল বিএসএনএল। আরোও পড়ুন : কালীপুজো উপলক্ষ্যে চলবে ৯টি স্পেশাল! দেখে নিন কোন কোন রুটে চলবে এই ট্রেনগুলি সেকেন্ডারি সিম হিসেবে অনেকেই এখনো বিএসএনএল ব্যবহার করে থাকেন। সামান্য হলেও অন্যান্য টেলিকম সংস্থার থেকে বিএসএনএলের রিচার্জ প্ল্যানের দাম কম। তবে বর্তমান নিয়ম অনুযায়ী প্রত্যেকটি সিমে নিয়মিত রিচার্জ করতে হয় ভ্যালিডিটি বজায় রাখার জন্য। এই বিষয়টি মাথায় রেখে বিএসএনএল একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। আরোও পড়ুন : মোটা ট...