Posts

Showing posts with the label Delhi

দীপাবলিতে বঙ্গবাসীকে বড় উপহার রেলের, ঘোষণা নতুন ট্রেনের! ছুটবে এই জনপ্রিয় রুটে

Image
নেশনহান্ট ডেস্ক: বেশ কিছুদিন হল মিটে গেছে দুর্গাপুজো। কিন্তু সামনেই রয়েছে দীপাবলি। গোটা দেশজুড়েই এখনও উৎসবের আমেজ বজায় রয়েছে। এই সময়টাতে অনেকেই রয়েছেন যারা ঘুরতে যান বাইরে। বিপুল চাহিদার জন্য এই উৎসবের মরশুমে ট্রেনের টিকিট পাওয়া বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। উৎসবের মৌসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে এবার অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে স্পেশাল ট্রেনগুলি চালানো হবে বেশ কিছু রুটে। পূর্ব রেলের তরফ থেকে এই বিষয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া এবং দিল্লির মধ্যে চালানো হবে এই স্পেশাল ট্রেন। আরোও পড়ুন :  ফ্রি ফ্রি ফ্রি! বাড়ি, গাড়ি কিনলেই পাবেন বাড়তি ডিসকাউন্ট, নয়া চমক নিয়ে হাজির SBI-PNB এছাড়াও স্পেশাল ট্রেন চালানো হবে আসানসোল-আনন্দ বিহার-আসানসোলের মধ্যে। এছাড়া সূত্রের খবর, আগামী দিনে আরো কিছু রুটে বেশ কিছু স্পেশাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের পক্ষ থেকে জানা গেছে,০৩০০৭ হাওড়া-নয়া দিল্লি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেনটি চালানো হবে। এই ট্রেন চলবে ডানকুনি হয়ে। ...