ইন্ডিয়া নয়, বিশ্বকাপের ফাইনালে পৌঁছবে এই দুই দল! ডিভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী ফেলল হইচই
নেশন হান্ট ডেস্ক: যত দিন গড়াচ্ছে ততই উত্তাপ বাড়ছে ক্রিকেট বিশ্বকাপে (Cricket World Cup)। ইতিমধ্যেই সেমিফাইনালে কোন কোন দলগুলি পোঁছচ্ছে সেদিকেই নজর রয়েছে সবার। এছাড়াও, এবারের বিশ্বকাপ কোন টিমের কাছে আসবে সেই বিষয়েও চলছে জোর জল্পনা। ঠিক এই আবহেই এবার বিশ্বকাপকে ঘিরে ইঙ্গিতমূলক মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে এবি ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন ফেলেছে। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে ৩০২ রানে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। এমতাবস্থায়, এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার যোগ্যতা অর্জনের ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ডিভিলিয়ার্স। আরও পড়ুন: ফের চাকরি বাতিল! ৯৪ জন শিক্ষকের বিরুদ্ধে কড়া অ্যাকশন খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের এর পাশাপাশি, আগেই পাকিস্তানকে নিয়েও তিনি কিছু মন্তব্য করেছিলেন। সেটিও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে, ভারতের বিশ্বকাপ জেতার বিষয়ে তিনি জানান, দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠতে না পারলে ...