Posts

Showing posts with the label Alternative Suspension

নয়া উদ্যোগ রেলের! তৈরীর পথে ঝুলন্ত উড়ালপুল, এবার কী তবে দিন শেষ হাওড়া চাঁদমারি সেতুর?

Image
নেশনহান্ট ডেস্ক : হাওড়া বাসীদের জন্য সুখবর। পথ চলতে আর যাতে কোন রকম যানজটে পড়তে না হয় সেই কথা মাথায় রেখেই হাওড়া বাসীদের সুবিধার্থে   তাদের জন্য বানানো হচ্ছে নতুন সেতু। হাওড়া স্টেশন লাগোয়া ৯০ বছেরের পুরনো চাঁদমারি সেতুর ইতিমধ্যেই  মেয়াদ ফুরিয়েছে। তার জায়গায় মানুষের সুবিধার কথা মাথায় রেখে ১৫ মিটার চওড়া একটি সেতু তৈরি কাজ শুরু হয়েছে। চার লেনের এই সেতুটি তৈরি হলে রেল লাইন সম্প্রসারণে সুবিধা হবে, তা ছাড়া ট্রেন চলাচলও  মসৃণ হবে। উল্লেখ্য ,নতুন এই সেতুটি কংক্রিটের একটি স্তম্ভ থেকে একাধিক কেবলের মাধ্যমে ঝুলে থাকবে। এর ফলে সেতুর নীচে ট্রেন চালচলে আর কোন সমস্যা থাকবে না। কিন্তু বর্তমান সেতুটির ক্ষেত্রে সেই সমস্যা থাকার জন্য লাইনের সম্প্রসারণ করা সম্ভব হচ্ছিল  না। আরোও পড়ুন :  আর মাত্র কয়েক দিন! এগিয়ে আসছে কালাষ্টমী, কালভৈরবকে তুষ্ট করতে করুন এই কাজগুলি প্রসঙ্গত ,ইংরেজ আমলে তৈরি বর্তমান সেতুটি ‘বো স্ট্রিং’ শ্রেণির। মূল সেতুটি ৬৫ মিটার লম্বা এবং ৭.৫ মিটার চওড়া। গোড়ায় ওই জায়গায় কাঠের উড়ালপুল ছিল। জানা যায়, ১৯ শতকে রামযতন বসু উড়ালপুলটি তৈরি করেছিলেন লাইন পেরিয়ে বাজার যাও...