করেছেন ৩০ হাজার কোটির স্ক্যাম, হয়েছে ওয়েব সিরিজও, এই ব্যক্তির কীর্তি জানলে হয়ে যাবেন "থ"
নেশন হান্ট ডেস্ক: ২০২০ সালে OTT প্ল্যাটফর্মে মুক্তি পায় জনপ্রিয় ওয়েব সিরিজ (Web Series) “স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি”। যেখানে হর্ষদ মেহতার (Harshad Mehta) প্রায় ৫,০০০ কোটি টাকার কেলেঙ্কারির বিষয়টি তুলে ধরা হয়েছিল। যেটি প্রত্যক্ষ করার পর এই কেলেঙ্কারি সম্পর্কে অবাক হয়েছিলেন সকলেই। তবে, দেশের ইতিহাসের সবথেকে বড় স্ক্যামারের তকমা যাঁর কাছে রয়েছে তাঁর কীর্তি জানলে রীতিমতো উড়ে যাবে হুঁশ। ১০ বছরে ১৮ টি রাজ্য ও ৭২ টি শহর জুড়ে প্রায় ৩০ হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে দেশের অর্থনীতিকেই টলিয়ে দিয়েছিলেন ওই ব্যক্তি। সম্প্রতি তাঁকে ঘিরেও “স্ক্যাম ২০০৩-দ্য তেলগি স্টোরি” নামের একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ওটিটিতে। এতক্ষণে তাঁর পরিচয় সম্পর্কে অনেকেই হয়তো সঠিক আন্দাজ করে ফেলেছেন। মূলত, আমরা আব্দুল করিম তেলগি (Abdul Karim Telgi)-র বিষয়েই বলছি। তাঁর হাজার হাজার কোটি টাকার এই কেলেঙ্কারি রীতিমতো ঘুম কেড়ে নিয়েছিল প্রতিটি মহলের। তিনি ভুয়ো স্ট্যাম্প পেপারের মাধ্যমে এই বিপুল অর্থের কেলেঙ্কারি ঘটান। যেটি পরিচিত রয়েছে ভুয়ো স্ট্যাম্প পেপার স্ক্যাম ২০০৩ বা তেলগি কেলেঙ্কারি নামে। বল...