Posts

Showing posts with the label Maruti Suzuki

একবার ফুল ট্যাঙ্ক করলেই ৮৫৩ কিমি ছুটবে এই গাড়ি! দাম মাত্র ৫.৩ লক্ষ টাকা, চমকে দেবে এটির ফিচার্স

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে যতই বৃদ্ধি পাচ্ছে ব্যক্তিগত গাড়ির (Private Cars) সংখ্যা। এদিকে, গ্রাহকদের চাহিদার ওপর ভর করে এবং খরচের দিকটি মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ গাড়ি নিয়ে আসছে সংস্থাগুলি। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি গাড়ির প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি ইতিমধ্যেই ভারতের সর্বোচ্চ মাইলেজ প্রদানকারী গাড়ি হিসেবে বিবেচিত হচ্ছে। এই গাড়িটি হল Maruti Suzuki Celerio। গাড়িটি 1 লিটার পেট্রোলে 26.68 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এর মানে হল, আপনি যদি এই গাড়ির ট্যাঙ্ক ফুল করেন সেক্ষেত্রে আপনি পেট্রোল না ভরে ৮৫৩ কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন। উল্লেখ্য যে, Maruti Suzuki Celerio-র দাম 5.37 লক্ষ টাকা থেকে শুরু হয়। Maruti Suzuki Celerio: এই গাড়িটিতে রয়েছে 1.0 লিটারের পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি 66 হর্সপাওয়ার এবং 89 নিউটন মিটার টর্ক প্রদান করে। পাশাপাশি, ইঞ্জিনটি 5-স্পিড ম্যানুয়াল বা 5-স্পিড অটোমেটিক গিয়ারবক্স সহ উপলব্ধ হয়। তবে, অটোমেটিক গিয়ারবক্স শুধুমাত্র VXi এবং ZXi ভেরিয়েন্টে রয়েছে। সংস্থাটি জানিয়েছে যে, Celerio-র মাইলেজ প্রতি লিটার...