Posts

Showing posts with the label Trains

পিক পরিস্কার করতেই কালঘাম ছুটছে রেলের, হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ! এবার ট্রেনে বন্ধ হচ্ছে গুটখাও

Image
নেশনহান্ট ডেস্ক : পান, গুটখার নেশা আমাদের দেশে নতুন নয়। বিপুল জনসংখ্যার দেশে বহু মানুষ এই নেশায় আসক্ত। আমাদের দেশের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা যায়  পান-গুটখার পিক। এমনকি ভারতীয় রেলের বিভিন্ন ট্রেনে এই ছবি আমরা দেখতে অভ্যস্ত। ট্রেনে যাত্রা করার সময়ও অনেকে চিবোতে থাকেন পান, গুটখা। তারপর সেই বর্জ্য তারা ট্রেনে বা প্ল্যাটফর্মের মধ্যেই ফেলে দেন। পান-গুটখার পিক ফেলা আইনত নিষিদ্ধ আমাদের দেশে। কিন্তু সেই আইনের কজন তোয়াক্কা করেন? পান-গুটখার পিক ফেলার জন্য পুলিশের কাছে জরিমানা দিতে হয়েছে এমন খবরও পাওয়া যায় না। রেলের কামরা, বাথরুম গুটখা প্রেমীদের  কাছে যেন স্বর্গ রাজ্য। আরোও পড়ুন :  এবার বাজার মাত করবে কালো আলু! অবাক হচ্ছেন? গুণাগুণ শুনলে এক্কেবারে হাঁ হয়ে যাবেন ট্রেন ও রেল স্টেশনের গায়ে পান, গুটখার পিক পরিষ্কার করার জন্য জানেন কত টাকা খরচ হয় রেলের? এই বিষয়ে পরিসংখ্যান রীতিমতো চমকে দেওয়ার মতো। রেল জানাচ্ছে ট্রেন ও প্ল্যাটফর্মে পান, গুটখার পিক পরিষ্কার করতে বার্ষিক ১২০০ কোটি টাকা মতো খরচা হয় তাদের। এই খরচের কথা সামনে আসার পর অনেক সমাজমাধ্যম ব্যবহারকারী প্রতিবাদ জানিয়েছেন। আর...

কালীপুজো উপলক্ষ্যে চলবে ৯টি স্পেশাল! দেখে নিন কোন কোন রুটে চলবে এই ট্রেনগুলি

Image
নেশনহান্ট ডেস্ক : দুর্গাপুজোয় রাজ্য এমকি দেশ-বিদেশ থেকেও বহু মানুষ কলকাতায় এসেছিলেন উৎসবে মাতোয়ারা হতে। আশঙ্কা করা হচ্ছে কালীপুজোর সময়ও গোটা দক্ষিণবঙ্গ জুড়ে সেই পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে কলকাতা ও তার পার্শ্ববর্তী কিছু জায়গায় কালীপুজোর সময় বেশ ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে। দক্ষিণবঙ্গে বারাসতের কালীপুজো বেশ জনপ্রিয়, একই সাথে জনপ্রিয় নৈহাটির কালীপুজো। এই জায়গাগুলির কথা মাথায় রেখে পূর্ব রেল সম্প্রতি বড় সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত যাত্রী ভিড় সামলাতে স্পেশাল ট্রেন চালানো হবে বলে খবর রেলসূত্রে। সব মিলিয়ে বলা যায়, ভিড় সামলানোই আসল লক্ষ্য। আরোও পড়ুন :  মোটা টাকা মাইনে, প্রচুর কর্মী নিয়োগ কলকাতা পুরসভায়! কপাল খুলবে চাকরিপ্রার্থীদের • শিয়ালদা বারাসাত শিয়ালদা: শিয়ালদা থেকে একটি স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে রাত ১২টা ১০মিনিটে। অন্যদিকে, বারাসাত থেকে স্পেশাল লোকাল ট্রেনটি ছাড়বে রাত ১ টা ১০ মিনিটে। এছাড়াও আরও একটি স্পেশাল লোকাল ট্রেন থাকছে বারাসাতের জন্য। আরোও পড়ুন :  দীপাবলির আগেই কর্মীদের চমকে দিল এই সংস্থা! উপহার হিসেবে মিলল রয়্যাল এনফিল্ড, ভাইরাল ভিডিও • শিয়া...