বঙ্গোপসাগরে আজই নিম্নচাপের সৃষ্টি, হতে পারে ঘূর্ণিঝড়ও! দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট

নেশনহান্ট ডেস্ক : বেশ কয়েকদিন ধরে বেশ শীতল অনুভূতি বিরাজ করছে গোটা রাজ্য জুড়ে। বিগত কয়েকদিনে রাজ্যে দেখা গেছে তাপমাত্রার পারদের পতন। কলকাতার সাথে সাথে তাপমাত্রা কমতে শুরু করেছে বিস্তীর্ণ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে। এই অবস্থায় ফের একবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ।

weather 2.jpeg

আবহাওয়া দপ্তরের অধিকর্তারা আজ থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছেন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের শুষ্ক আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটতে শুরু করবে আজ থেকে। এখন অনেকের মনে প্রশ্ন তাহলে কি ফের রাজ্যে হতে চলেছে বৃষ্টি? ফের একবার কি বাংলা জুড়ে শুরু হবে নিম্নচাপের দাপট?

আরোও পড়ুন : এবার আরোও সহজেই পৌঁছে যান নর্থবেঙ্গলে! দুর্দান্ত খবর দিল রেল, জানলে আনন্দে লাফাবেন আপনিও

নভেম্বরের শেষে ফের একবার চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, একটি নিম্নচাপ আজ তৈরি হতে পারে আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে। ঘূর্ণাবর্ত দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ থাইল্যান্ড সাগরে। এই ঘূর্ণাবর্তের ফলে আগামী ১২ ঘন্টায় নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। এর থেকে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়েরও।

আরোও পড়ুন : ISRO’র মিশনেই ভাগ্যবদল, চন্দ্রযান ৩ সফল হতেই ধনকুবের হয়ে গেলেন এই প্রৌঢ়! কাহিনী অবাক করবে

আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েক দিনে বৃদ্ধি পাবে তাপমাত্রা। রাজ্যের আকাশ মেঘলা হতে শুরু করবে আগামী বুধবার থেকে। নিম্নচাপের জন্য সতর্ক করা হয়েছে মৎস্যজীবীদের। মৎস্যজীবীদের আন্দামান সাগরে যাওয়ার ওপর সতর্কতা জারি করা হয়েছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে কিছুটা হলেও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

Comments

Popular posts from this blog

latest news

শেষ ১০'এ নাম উঠলেও সত্যি হল না স্বপ্ন! Global Teacher Prize হাতছাড়া বাংলার ‘রাস্তার মাস্টারে’র

অনন্য নজির বঙ্গ কন্যার! পরিশ্রম আর অধ্যাবসায়েই মাত্র ২৩ বছরে UPSC তে নজরকারা সাফল্য