Posts

Showing posts with the label East Burdwan

দীঘা, পুরি ভুলে পা রাখুন এই পাখিদের গ্রামে! লোকাল ট্রেনে খরচ সামান্যই, আর মন চাইবে না ফিরতে

Image
নেশনহান্ট ডেস্ক : শীতকাল মানে মন চায় একটু কোথাও থেকে ঘুরে আসতে। মনোরম এই আবহাওয়া সবাই কয়েকটা দিনের জন্য একটু দূরে ঘুরতে যেতে পছন্দ করেন। শীতকালে অনেকেই পিকনিক করতে যান। আবার অনেকেই বেরিয়ে পড়েন অ্যাডভেঞ্চারের নেশায়। তবে যদি দীঘা-পুরি যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েন তবে আজকের এই প্রতিবেদনটি একটিবার পড়তে পারেন। আমরা কয়েক দিনের জন্য ঘুরতে যাওয়ার এমন একটি জায়গার সম্বন্ধে জানাতে চলেছি যেটি অনেকেরই অজানা। আমরা আজকের এই প্রতিবেদনে এমন একটি জায়গার সন্ধান দেব যেখানে গেলে শরীর ও মন দুটোই ভালো হয়ে উঠবে। আবার এই জায়গায় যাওয়ার জন্য প্রয়োজন নেই বেশি টাকা খরচের। অনেকের কাছেই পূর্ব বর্ধমানের চুুপির চর পরিচিত একটি নাম।    আরোও পড়ুন :  ‘ডিপেস্ট’ মেট্রো স্টেশন হিসেবে উঠে এল হাওড়ার নাম! কবে থেকে মিলবে পরিষেবা ? পূর্ব বর্ধমানের এই পর্যটনস্থলটি শীতের সময় হাজার হাজার পরিযায়ী ও অজানা পাখিদের আকৃষ্ট করে। প্রকৃতিপ্রেমী ও পক্ষী প্রেমীদের কাছে এই জায়গাটি স্বর্গ বলাই চলে। সরকারের উদ্যোগে পর্যটকদের জন্য নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে এই জায়গাটি। আশা করা হচ্ছে, ভবিষ্যতে এই জায়গাটির সৌন্দর্য দেখার জন...