কপাল চাপড়াচ্ছেন পাহাড়প্রেমীরা! দার্জিলিং গেলেই এবার বাড়তি খরচ, রোজ দিতে হবে কাঁড়ি কাঁড়ি টাকা

নেশনহান্ট ডেস্ক : ইতিমধ্যেই বাংলার আকাশ বাতাস জুড়ে খেলা করছে হিমেল হাওয়া। প্রকৃতি জানান দিচ্ছে যে শীত আর বেশি দূরে নেই। এই সময়টাতে মন উড়ু উড়ু করে অনেকের। শীতের মৌসুমে পাহাড়ে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। তবে শুধু শীতকাল কেন? গোটা বছরই পাহাড়ের রূপ ভিন্ন ভিন্ন রকম ভাবে সুন্দর।

তাই বাংলার ভ্রমণ পিপাসুদের কাছে একদম হটলিস্টে থাকে দার্জিলিং। অনেকের কাছে পাহাড় ভ্রমন মানে উত্তরাখন্ড, দেহরাদুন, শিমলা, মানালি। বাঙালিদের কাছে প্রিয় পাহাড়ি ডেসটিনেশন হল দার্জিলিং নয়ত সিকিম। কয়েকটা দিন পাহাড়ি পরিবেশে শান্তিতে কাটানোর জন্য বহু বাঙালি বেছে নেন দার্জিলিং অথবা সিকিমকে।

আরোও পড়ুন : স্কুলে ভর্তি নিয়ে বড়সড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! ঠিক করে দেওয়া হল ‘ক্লাস ওয়ানে’ অ্যাডমিশনের বয়স

তবে আপনারাও যদি  দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করেন তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ুন। এবার থেকে দার্জিলিং ঘুরতে গেলে কিছুটা বেশি টাকা গুনতে হবে পর্যটকদের। একদমই ঠিক পড়ছেন। পর্যটকদের থেকে অতিরিক্ত টাকা নেবে দার্জিলিং প্রশাসন। যদিও প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অনেকেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।

আরোও পড়ুন : ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৮০ কিমি বেগে ঝড়! নিম্নচাপের কী প্রভাব পড়বে দক্ষিণবঙ্গে? বড় আপডেট দিল IMD

পর্যটকদের কাছ থেকে এবার পর্যটন কর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং পৌরসভা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে পর্যটকদের কাছ থেকে প্রতিদিন কুড়ি টাকা করে সংগ্রহ করা হবে। দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র ঠাকুরির কথায় , এই কর নেওয়া হবে মূলত জঞ্জাল সাফাইয়ের জন্য। যদিও পৌরসভার এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হোটেল মালিকদের একাংশ।

da1 700x431

এক হোটেল মালিক জানিয়েছেন, পৌরসভা আমাদের সাথে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা রয়েছে খুবই খারাপ। এর আগে যতবার টুরিস্ট ট্যাক্স চালু করা হয়েছে ততবারই কিছুদিন পর তা বন্ধ হয়ে গেছে। পর্যটকদের থেকে কর সংগ্রহ করা আমাদের কাজ নয়।

Comments

Popular posts from this blog

latest news

শেষ ১০'এ নাম উঠলেও সত্যি হল না স্বপ্ন! Global Teacher Prize হাতছাড়া বাংলার ‘রাস্তার মাস্টারে’র

অনন্য নজির বঙ্গ কন্যার! পরিশ্রম আর অধ্যাবসায়েই মাত্র ২৩ বছরে UPSC তে নজরকারা সাফল্য