Posts

Showing posts with the label Car

বিমানেও কী হর্ন আছে? কোন পরিস্থিতিতে বাজান পাইলট! উত্তর জেনে অবাক হয়ে যাবেন

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এমতাবস্থায় যানবাহনের সংখ্যা বৃদ্ধির জেরে বাড়ছে হর্নের (Horn) ব্যবহারও। এমনকি, শহরাঞ্চলের ক্ষেত্রে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শব্দদূষণ যাতে না ঘটে সেজন্য হর্ন ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন নিয়মও জারি করা হয়েছে। এদিকে, সাইকেল থেকে শুরু করে বাইক, বাস, ট্রাক কিংবা ট্রেনের মতো যানবাহনে হর্নের ব্যবহার সম্পর্কে তো আমরা সকলেই জানি। কিন্তু, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, বিমানে কি আদৌ হর্ন থাকে? কিংবা থাকলেই বা সেটির ব্যবহার কখন করেন পাইলট? অনেকেই নিয়মিতভাবে বিমানে যাতায়াত করলেও এই বিষয়টি সম্পর্কে অবগত নন। বর্তমানে প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। উল্লেখ্য যে, অন্যান্য গণপরিবহণগুলির তুলনায় বিমান অনেকটাই আলাদা। বিমানের কর্মপদ্ধতি, ফিচার্স এবং অন্যান্য বিষয়গুলিও অত্যন্ত পৃথক। মূলত, অন্যান্য যানবাহনগুলির ক্ষেত্রে চালকরা অন্য পথচারীদের কিংবা যানবাহনকে সতর্ক করতে হর্ন ব্যবহার করেন। এমতাবস্থায়, জেনে অবাক হবেন যে, বিমানেও কিন্তু হর্ন থাকে। আরও পড়ুন:  বরকে বানাতে হবে Reels! পাত্রের সন্ধানে ...