এত্ত সুন্দর বস্তি! দেখলে আর চোখ ফেরানো যাবে না, অবাক হচ্ছেন? এরাজ্যেই মিলবে এমন অপরূপ দৃশ্য

নেশনহান্ট ডেস্ক: এই পৃথিবীতে খেতে আর ঘুরতে ভালবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম আছে। অনেকেই নিশ্চয় ভাবছেন শহরের ব্যস্ত জীবন ও কোলাহল ছেড়ে যদি  প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিছুটা সময় কাটানো যায় তাহলে কেমন হয়? যারা প্রকৃতিকে ভালবাসেন সেই ভ্রমণপিপাসু মানুষের জন্য সেরা ঠিকানা হতে পারে এই ছোট্ট গ্রামটি।

img 20231124 143157

কি ভাবছেন কোথায় এই গ্রামটি? গ্রামটি হল কার্শিয়াংয়ের কাছে ফাজে বস্তি। এটি কার্শিয়াংয়ের সেপোয় ধুরা থেকে মাত্র তিন কিলোমিটার নিচে অবস্থিত। এটার চার দিকে পাহাড়, শান্ত পরিবেশ এবং তারই মাঝে গড়ে উঠেছে একটি সুন্দর জনবসতি । প্রকৃতির মাঝে সময় কাটানোর এটি একটি আদর্শ জায়গা।

আরোও পড়ুন : সুখবর! আর যেতে হবে না বিদেশ, দুবাইয়ের আন্ডার ওয়াটার জু’র মজা এবার মিলবে কলকাতাতেই

পাহাড়ের মাঝে এই গ্রামটি খুব বেশি হলে ১০ থেকে ১২টি পরিবার নিয়ে গড়ে উঠেছে। ভোরের পাখিদের কুঞ্জন এবং সন্ধ্যাবেলা পাহাড়ের মাঝে সূর্যকে ডুবে যেতে দেখলে  আপনার মন ময়ূরের মতো নেচে উঠবে । আপনি চাইলে গ্রামের আশেপাশের পাহাড়ে ট্রেকিংও করতে পারেন। সবুজ জঙ্গল ও পাহাড়ে ঘেরা এই গ্রামটি অত্যন্ত  শান্ত ও নিরিবিলি ।

আরোও পড়ুন : আচমকাই পাল্টে যাবে ওয়েদার! সোয়েটারের সাথে এবার রেডি রাখুন ছাতাও, প্রকাশ্যে বড়সড় আপডেট

শহরের কোলাহল থেকে একদম দূরে একটি নির্জন, নিরিবিলি পরিবেশে এই গ্রামটি অবস্থিত। যেখানে কান পাতলে  শুনতে পাবেন নদীর স্রোতের আওয়াজ, জঙ্গলে পাখিদের গান, এমনকি শুনতে পাবেন  মৃদু হাওয়ায় পাতা নড়ার আওয়াজও। বলাই যায়, এই গ্রামে কিছুটা সময় কাটালে প্রকৃতির ছোঁয়ায় সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে আপনার।

castleton tea estate

তাহলে কি ভাবছেন ? কোথায় গিয়ে থাকবেন ? চিন্তা নেই এখানে হোমস্টেরও ব্যবস্থা আছে । মাত্র ১৫০০ টাকা খরচ করলেই থাকা সমেত  তিন বেলা খাওয়া মিলে যাবে। তাই নিজেদের ব্যস্ত জীবন থেকে সামান্য সময় বার করে চলে আসুন কার্শিয়াং এর এই ফাজে বস্তিতে।  কে বলতে পারে এই শীতে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা এটা। যা আপনার জীবনে একটি আলাদা অভিজ্ঞতার সাক্ষী থাকবেন ।

Comments

Popular posts from this blog

latest news

শেষ ১০'এ নাম উঠলেও সত্যি হল না স্বপ্ন! Global Teacher Prize হাতছাড়া বাংলার ‘রাস্তার মাস্টারে’র

অনন্য নজির বঙ্গ কন্যার! পরিশ্রম আর অধ্যাবসায়েই মাত্র ২৩ বছরে UPSC তে নজরকারা সাফল্য