Posts

Showing posts with the label Project

যানজটের সমস্যা দূর করতে নয়া পদক্ষেপ, "দ্বিতল" হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে, শুরু হল কাজ

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বাড়ছে যানজটের (Traffic Jam) সমস্যা। বড় বড় শহরগুলিতে এটি একটি চিন্তার বিষয় হয়েও দাঁড়াচ্ছে। এমতাবস্থায়, কোনা এক্সপ্রেসওয়েতে (Kona Expressway) ক্রমবর্ধমান যানজটের পরিস্থিতিকে সামাল দিতে এবার শুরু হল বড় কাজ। মূলত, যানজট এড়াতে কোনা এক্সপ্রেসওয়ের “দ্বিতল” হওয়ার বিষয়ে পরিকল্পনা আগেই গৃহীত হয়েছিল। সেই পরিকল্পনাই বাস্তবায়িত হয়ে গত শনিবার থেকে শুরু হল এই কাজ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এক্ষেত্রে ১৬ নম্বর জাতীয় সড়কের নিবড়া সংলগ্ন খেজুরতলা থেকে একদম দ্বিতীয় হুগলি সেতু পর্যন্ত মোট ৭.২ কিমি অংশে নির্মিত হবে একটি উড়ালপুল। যেটি চলে যাবে কোনা এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে। অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে, কোনা এক্সপ্রেসওয়ে এবার “দ্বিতল” হতে চলেছে। যার ফলে যানজট কমে যাওয়ার পাশাপাশি বিদ্যাসাগর সেতুর অভিমুখে যান চলাচলে আরও সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি, ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতার দিকে আসা গাড়িগুলি এই উড়ালপুলের মাধ্যমে সরাসরি বিদ্যাসাগর সেতুতে নামতে পারবে। এদিকে এই কর্মকাণ্ডের জন...