Posts

Showing posts with the label Fine

বাংলার এই ব্যাঙ্কের উপর নেমে এল RBI-র শাস্তির খাঁড়া! আপনার অ্যাকাউন্ট আছে?

Image
নেশনহান্ট ডেস্ক : আর্থিক জরিমানা এই শব্দটি শুনলেই আমরা বুঝতে পারি অনেক টাকার ব্যাপার। তবে আর্থিক জরিমানা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের উপর চাপানো হলেও এবার কিন্তু এই আর্থিক জরিমানা চাপলো দেশের কয়েকটি নামই ব্যাঙ্কের ওপর। পাঁচটি সমবায় ব্যাঙ্ককে আর্থিক জরিমানা করল আরবিআই। নিয়ন্ত্রক সম্মতিতে ঘাটতির জন্য এই জরিমানা বলে জানা গিয়েছে সূত্রের তরফে। এই  সমবায় ব্যাঙ্কগুলি হল- উমা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, পিআইজে পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, মিজোরাম কো-অপারেটিভ অ্যাপেক্স ব্যাঙ্ক লিমিটে। প্রসঙ্গত, অন্যান্য ব্যাঙ্কগুলির সঙ্গে আমানত রাখার বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা হয় নির্দেশিকা। আরোও পড়ুন :  এই কোটিপতিকেও গয়না বেচে মেটাতে হয়েছিল দেনা! অথচ বড়লোক ছিলেন মুকেশ আম্বানির থেকেও, চেনেন ? কিন্তু সেটি না মানার অভিযোগে গুজরাতের ভদোদরার উমা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শীর্ষ ব্যাংকের তরফ থেকে এও জানানো হয়েছে যে, কেওয়াইসি নির্দেশিকা না মানার কারণে গুজরাতের খেদার পিআইজে পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরোও পড়ুন :...