মাস গেলে মিলবে মোটা মাইনে, মাধ্যমিক পাশেই হবে বাজিমাত! প্রচুর কর্মী নিয়োগ এবার পোস্ট অফিসে
নেশনহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। উৎসবের মরশুমে ভারতীয় ডাক বিভাগ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল। কর্মী নিয়োগের জন্য ইতিমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে ডাক বিভাগ। ইন্ডিয়া পোস্ট স্পোর্টস কোটা নিয়োগ ২০২৩-এ আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের ভিজিট করতে DOPS Sports Recruitment dopsportsrecruitment.cept.gov- ওয়েবসাইটে। বিভিন্ন পদে নিয়োগ করা হবে প্রায় ১৮০০ জনকে। ১৮৯৯টি শূন্য পদে পোস্টাল অ্যাসিসটেন্ট, শর্টিং অ্যাসিসটেন্ট, পোস্টম্যান, মেল গার্ড এবং মাল্টিটাস্কিং নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ নভেম্বর ২০২৩ থেকে। এই আবেদন প্রক্রিয়া চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীরা আবেদনপত্র সংশোধনের সুযোগ পাবেন 10 থেকে 14 ডিসেম্বর পর্যন্ত। • পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা: পোস্টাল অ্যাসিসটেন্ট – ৫৯৮টি শর্টিং অ্যাসিসটেন্ট – ১৪৩টি পোস্টম্যান – ৫৮৫ টি মেল গার্ড – ৩টি মাল্টিটাস্কিং – ৫৭০টি • মোট শূন্য পদের সংখ্যা: ১৮৯৯টি আরোও পড়ুন : চান্দু-নিজাম-মমতাজরাই পুজোর মাথা! জলপাইগুড়ির এই শ্মশানকালী আরাধনা দেয় এক বিশেষ বার্তা • আবেদনের যোগ্যতা: বিভিন্ন পদ অনুযায়ী শিক্...