হয়ে যান সতর্ক! ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি করলেই হবে ন্যূনতম ৬ মাসের সাজা, প্ৰস্তাব সংসদীয় কমিটির
নেশন হান্ট ডেস্ক: ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির ক্ষেত্রে অপরাধীদের ন্যূনতম ছয় মাসের কারাদণ্ডের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি (Parliamentary Committee)। পাশাপাশি, কমিটি ২৫ হাজার টাকা জরিমানা করারও পরামর্শ দিয়েছে। বিজেপি সাংসদ ব্রিজলালের নেতৃত্বে সংসদীয় কমিটি বলেছে যে, ভেজাল খাবার মানুষের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে এবং এর জন্য বিদ্যমান শাস্তির বিধান অপর্যাপ্ত রয়েছে। এমন পরিস্থিতিতে, সংশ্লিষ্ট কমিটি শাস্তি বাড়ানোর পরামর্শ দিয়েছে। পাশাপাশি কমিটি বলছে, ভেজাল খাবার বা পানীয় জনসাধারণের ব্যাপক ক্ষতি করে। এর জন্য যে শাস্তি দেওয়া হয়েছে তা অপ্রতুল। সংসদীয় কমিটি ভেজালের ক্ষেত্রে দোষী সাব্যস্ত ব্যক্তিদের ন্যূনতম ছয় মাসের জেল এবং ন্যূনতম ২৫,০০০ টাকা জরিমানা করার সুপারিশ করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমান আইন অনুযায়ী, ভেজাল খাবার বিক্রির ক্ষেত্রে শাস্তি সর্বোচ্চ ছয় মাস বা এক হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডই লাগু করার নির্দেশ রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সংসদীয় কমিটি ভারতীয় জাস্টিস কোড, ইন্ডিয়ান সিভিল ডিফেন্স কোড এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বিলগুলির খসড়াগুলি বিশ্লেষণ করেছে...