Posts

Showing posts with the label Customers

Jio-Airtel নয়, এবার দীপাবলিতে বাজিমাত করল BSNL, মাত্র ১০৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি, হইচই গ্রাহকমহলে

Image
নেশন হান্ট ডেস্ক: যুগের সাথে পাল্লা দিয়ে বর্তমান সময়ে ক্রমশ বাড়ছে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা। এমতাবস্থায়, গ্রাহক সংখ্যা বাড়ছে টেলিকম সংস্থাগুলিরও (Telecom Companies)। গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই দুর্দান্ত সব রিচার্জ প্ল্যান সামনে আনে সংস্থাগুলি। যেগুলি খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। সেই রেশ বজায় রেখেই এবার ভারত সঞ্চার নিগম লিমিটেড (Bharat Sanchar Nigam Limited) তথা BSNL একটি দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান গ্রাহকদের জন্য উপলব্ধ করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সরকারি এই টেলিকম সংস্থা যে রিচার্জ প্ল্যানটি সামনে এনেছে সেটির বৈধতা হল ৩৫ দিনের। যার জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ১০৭ টাকা। হ্যাঁ, প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি। এই রিচার্জ প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের লাভবান করবে যাঁরা নিজেদের সিমকার্ডটি সক্রিয় রাখতে চান। অর্থাৎ, নম্বরটি সক্রিয় রাখার জন্য যাঁরা সস্তার রিচার্জ প্ল্যান খোঁজেন তাঁদের জন্য এই প্ল্যানটি একদম উপযুক্ত। আরও পড়ুন:  দীপাবলির আগেই মিলল সুখবর! PF অ্যাকাউন্টধারীরা পেলেন দুর্দান্ত উপহার, সামনে এল বড় আপডেট মিলবে একাধিক সুবিধা: আমরা এই ...