Posts

Showing posts with the label Earthquake

নেপাল-দিল্লির পর ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগর! জোরালো হচ্ছে সুনামির আশঙ্কা

নেশনহান্ট ডেস্ক : ফের একবার ভূমিকম্পের হানা। নেপাল, দিল্লির পর ভূমিকম্প বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরে এই কম্পন হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে ৫টা নাগাদ। জানা গেছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির পক্ষ থেকে আজ এমনটাই জানানো হয়েছে। বঙ্গোপসাগরে ভূমিকম্পের পর ছড়িয়েছে সুনামির আতঙ্ক। ন্যাশনাস সেন্টার ফর সেসিমোলজি বলছে, ৮.৫৫ ডিগ্রি উত্তর এবং ৯০.৯৩ ডিগ্রি পূর্বে ছিল কম্পনের উৎসস্থল। বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার ভিতরে ছিল এই কম্পনের গভীরতা। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির পক্ষ থেকে এই বিষয়ে ছবি শেয়ার করা হয়েছে। আরোও পড়ুন :  স্যালুট করতেই… ব্যারাকপুর স্টেশনেই ঘুরছিলেন এই ভবঘুরে, বৃদ্ধ আসলে ‘কে’ জানলে চমকে উঠবেন সেই ছবিতে দেখা গেছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের খুব নিকটে ছিল এই কম্পনের উৎসস্থল। বঙ্গোপসাগরে আজ ভোরে এই ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পর খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়েছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। ২০০৪ সালের ভয়ংকর সুনামির স্মৃতি ফিরে ফিরে আসছে তাদের মনে। আরোও পড়ুন :  লাগে ১০৮ মাথার খুলি, সঙ্গে মদ-মাংস! মহাশ্মশানে ডাক...