রয়েছে লুকোনো ইতিহাস, দেখা মিলতে পারে ভূতেরও! বাংলার এই বাড়িকে ঘিরে আছে রোমাঞ্চকর কাহিনী
নেশনহান্ট ডেস্ক : ঘুরতে যেতে কে না ভালোবাসে! হিন্দু, পাঞ্জাবি, শিখ, মুসলমান, খ্রিস্টান সে যে জাতিরই মানুষ হোক না কেন , ঘোরার সুযোগ থাকলে কোনোমতেই হাতছাড়া করে না। তার উপর আমাদের দেশে বাঙ্গালীদের নিয়ে তো কিছু চলতি কথাই আছে। কথায় বলে, খাওয়ার দিক দিয়ে মাছে ভাতে বাঙালি, আর ঘুরতে যাওয়ার দিক দিয়ে বাঙালির পায়ের তলায় সর্ষে ফুল। হাতে দু’দিনের ছুটি পেতেই ভ্রমণপ্রিয় বাঙালিদের মন কোথাও ঘুরতে যাওয়ার জন্য উড়ু উড়ু করতে থাকে । সেজন্য কেউ যান সমুদ্রে ঘুরতে আবার, কেউ যান পাহাড়। আবার কেউ সমতলের নানান জায়গায় বেড়িয়ে আসেন। আজকের প্রতিবেদনে আমরা এমন একটা জায়গার কথাই বলব যেটা আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে। জায়গাটি বোলপুর শান্তিনিকেতন। আরোও পড়ুন : বাঁচতে দিন! আদালতে বালুর আকুতি শুনে যা বললেন ইডি আধিকারিকরা, শুনে চমকে উঠবেন আপনিও রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতনের নাম মাথায় এলেই চোখের সামনে ভেসে ওঠে বাউলদের সমাগম, বাউল গান, একতারার সুর, সোনাঝুড়ি জঙ্গল, কংকালিতলার মন্দির, টক মিষ্টি দই ও আরও কত কি। বছরের প্রায় সবসময়ই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু জানেন কি এখানে আরো এক শতাব্দী প্রাচীন জিনিস রয়েছ...