Posts

Showing posts with the label Diwali Tips

দীপাবলির বিশেষ রাতে মেনে চলুন এই উপায়গুলি! পূরণ হবে সমস্ত ইচ্ছে, বাড়বে সম্পদও

Image
নেশন হান্ট ডেস্ক: কার্তিক মাসের অমাবস্যার দিনে দীপাবলি (Diwali) এবং দেবী লক্ষ্মী ও ভগবান গণেশের পুজো সম্পন্ন হয়। এদিকে মা লক্ষ্মীর কৃপাতে সুখ ও সমৃদ্ধি অর্জিত হয়। এমন পরিস্থিতিতে দীপাবলির রাতে যদি দেবী লক্ষ্মী প্রসন্ন হন, সেক্ষেত্রে আপনার সবথেকে বড় ইচ্ছেও পূরণ হতে পারে এবং সম্পদের বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, দীপাবলির বিশেষ দিনে জ্যোতিষশাস্ত্রে কিছু উপায়ের বিষয়ে জানানো হয়েছে। যেগুলি সঠিকভাবে অবলম্বন করলে দীপাবলির রাতেই ভাগ্য বদলে যেতে পারে। তাই, আজ রাতে এই কৌশলগুলি অবশ্যই অবলম্বন করুন। এর ফলে মা লক্ষ্মী আপনাকে ধন-সম্পদ সহ পৃথিবীর সমস্ত সুখ এবং সমৃদ্ধির মাধ্যমে ভরিয়ে দেবেন। করতে হবে এই কাজ: ১. দীপাবলির রাতে দেবী লক্ষ্মীর পাশাপাশি দেবী কালিরও পুজো করা হয়। মা কালি প্রসন্ন হলে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে। ২. দীপাবলির রাতে ভগবান গণেশকে দু’টি হলুদ নিবেদন করুন। এগুলি সারা রাত ভগবান গণেশের পায়ের কাছে রেখে দিন। এরপরে, সেগুলিকে একটি লাল বা হলুদ কাপড়ে বেঁধে পরের দিন এটি আপনার টাকা রাখার জায়গায় রাখুন। এর ফলে দারিদ্র এবং সমস্ত অর্থনৈতিক সমস্যার অবসান ঘটাতে পারে। ৩. দীপাবলির রাতে পুজোর স...