Posts

Showing posts with the label Entertainment

নাম পাল্টে হয়েছেন সুপারস্টার! টলিউডে করেছেন "রাজ"-ও, বোম্বের ফিল্ম কালচার নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত

Image
নেশন হান্ট ডেস্ক: ৮-এর দশকে বাংলা ছবিতে রীতিমতো একচ্ছত্র অধিকার ছিল তাঁর। শুধু তাই নয়, তাঁর বাবা শৈল চক্রবর্তীও ছিলেন প্রথিতযশা ব্যক্তি। প্রথমে সবাই তাঁকে দীপক বলে জানলেও আজকেই তিনি চিরঞ্জিত (Chiranjeet Chakraborty)। প্রথমে নিউজ রিডার হিসেবেই কেরিয়ার শুরু করা চিরঞ্জিত একটা সময়ে বাংলা চলচ্চিত্রের অন্যতম ভরসার নাম হয়ে ওঠেন। তবে, তাঁর চলচ্চিত্রের দুনিয়াতে আসার ক্ষেত্র শুরু হয়েছিল অনেকটা আগে থেকেই। বাবার হাত ধরেই পেয়েছিলেন সত্যজিৎ রায়ের সান্নিধ্য। তবে, প্রথমে চিরঞ্জিত চেয়েছিলেন পরিচালক হতে। কিন্তু পাননি প্রযোজক। তবে, নায়ক হওয়ার অফার পেয়ে তিনি মনে করেছিলেন যে, স্টারডম এলে সহজেই প্রযোজক পেয়ে যাবেন। এদিকে, দীপকের বদলে চিরঞ্জিত নামটা কিন্তু তিনিই বেছে নিয়েছিলেন। শুধু তাই নয়, চিরঞ্জিত আরও জানান যে, ” উত্তমকুমারের পর আমিই একমাত্র হিরো যে নাম পাল্টে ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হয়েছি, আর কেউ নয়। পরে দীপক অধিকারী থেকে দেব হয়েছে।” আরও পড়ুন:  গাড়ি চালানোর আগে আজই ইনস্টল করুন Jio-র এই দুর্দান্ত ডিভাইস, ঘুম উড়বে চোরেদেরও এদিকে, ঋতুপর্ণ ঘোষের সাথে বন্ধুত্বের প্রসঙ্গে তিনি জানান “আ...