এই দেশে অবতরণ করলেই ভারতীয়দের দিতে হয়ে ১ লক্ষের ট্যাক্স, কারণ জানলে হয়ে যাবেন "থ"
নেশন হান্ট ডেস্ক: আপনি যদি একজন ভারতীয় (Indian) হন এবং মধ্য আমেরিকার (Central America) দেশগুলিতে ভ্রমণের পরিকল্পনা করে এই দেশের মধ্যে দিয়ে আমেরিকা যাওয়ার কথা ভেবে থাকেন তাহলে অবশ্যই আরও একবার ভেবে দেখতে হবে আপনাকে। কারণ, আমরা যে দেশটির বিষয়ে আপনাদের জানাবো সেটি একটি ছোট দেশ হলেও তারা এক সাহসী পদক্ষেপ নিয়েছে। মূলত, ওই দেশটি ভারত এবং আফ্রিকান দেশ থেকে আসা পর্যটকদের ওপর ট্যাক্স আরোপ করেছে। এমতাবস্থায়, মধ্য আমেরিকার ওই দেশটির নাম হল এল সালভাদোর (El Salvador)। ওই দেশটিতে অবতরণ করলেই আফ্রিকা বা ভারত থেকে আসা যাত্রীদের কাছ থেকে ১,০০০ ডলার অর্থাৎ প্রায় ৮৩,০০০ টাকা ট্যাক্স নেওয়া হয়। জানা গিয়েছে, মধ্য আমেরিকার দেশ দিয়ে আমেরিকায় অভিবাসন বন্ধ করার জন্য এই প্রচেষ্টা। পাশাপাশি, ভারত সহ আফ্রিকার ৫৭ টি দেশের পাসপোর্টে ভ্রমণকারীদের জন্য এই নিয়ম লাগু রয়েছে। এই প্রসঙ্গে এল সালভাদোরের পোর্ট অথরিটি গত ২০ অক্টোবর তাদের ওয়েবসাইটে একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, ভারত সহ ৫০-টিরও বেশি আফ্রিকান দেশের যেকোনো একটির পাসপোর্টে ভ্রমণকারীদের ১,০০০ ডলার ট্যাক্স দিতে হবে। এছাড়া, ভ্যাটের পরিমাণ আলাদাভাবে দিতে ...