Posts

Showing posts with the label Weather

একের পর এক ঘূর্ণাবর্ত তৈরী বঙ্গোপসাগরে! বাংলায় কতটা প্রভাব পড়বে? চমকে দেবে IMD আপডেট

Image
নেশনহান্ট ডেস্ক : কালীপুজো ও দীপাবলি আসন্ন। গোটা দেশ তৈরি আলোর উৎসবে মেতে উঠতে। দুর্গাপুজোয় দুদিন বৃষ্টি হয়েছে। এরফলে কিছুটা হলেও শারদ উৎসবে মাটি হয়েছে বাঙালির আনন্দ। কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা আদৌ আছে কিনা সেই নিয়ে জানতে উদগ্রীব প্রত্যেকে। যতই সময় যাচ্ছে ততই মুড বদল হচ্ছে আবহাওয়ার। কালীপুজোর আগেই গোটা বাংলা জুড়ে সাধারণ মানুষ শীতের অনুভূতি পাচ্ছেন। অধিকাংশ বাড়িতেই রাতে ফ্যান, এসি বন্ধ থাকছে। অনেকে আবার ইতিমধ্যেই নামিয়ে ফেলেছেন মোটা চাদর, লেপ, কম্বল। গত কয়েক দিন কলকাতা সহ আশেপাশের এলাকাগুলোর আকাশ মোটামুটি পরিষ্কারই ছিল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ ওঠানামা করবে। আরোও পড়ুন :  হু হু করে নামবে ইলেকট্রিক বিল! শুধু বদলে ফেলুন এই ছোট্ট ২ জিনিস, ব্যস কেল্লাফতে আগামী পাঁচ থেকে ছয় দিন বাংলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা ২০-২২ ডিগ্রি ও ১৭-১৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। জানা গেছে এই সময় একটি ঘূর্ণাবর্ত নি...

'আহা কী দেখিলাম!' ঝকঝকে রোদ্দুরে কাঞ্চনজঙ্ঘা দেখে মুগ্ধ পর্যটকরা, দার্জিলিংয়ে দুর্দান্ত আবহাওয়া

Image
নেশনহান্ট ডেস্ক : এই সময়টাতে বহু পর্যটক পাহাড়ে ঘুরতে যান। পুজোর সময় অথবা পুজো পরবর্তী নভেম্বর-ডিসেম্বর মাসে দার্জিলিং, কালিম্পং এ পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। তবে এ বছর রোদ ঝলমলে আকাশ উত্তরবঙ্গের সর্বত্র। বেশ কয়েকদিন ধরেই ঝকঝকে আকাশ দেখা যাচ্ছে জলপাইগুড়িতে। ভোরের বেলা জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা গেছে আজ। সকালের দিকে হালকা ঠান্ডা বিরাজ করেছে সর্বত্র। শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার স্নিগ্ধতায় আজ ঘুম ভেঙেছে দার্জিলিংবাসীর। ম্যালের ভিউ পয়েন্ট এ পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। একদিকে পরিষ্কার আকাশ, অন্যদিকে হালকা শীতের অনুভূতি, সব মিলিয়ে শৈল শহরের পর্যটকদের এখন মনে উচ্ছ্বাস। আরোও পড়ুন :  পুজোর আবহে দুঃসংবাদ! বাড়ল গ্যাসের দাম, কোন শহরে রেট কত? দার্জিলিংয়ের পাশাপাশি  কালিম্পংয়েও আজ আকাশ ছিল পরিষ্কার। সকাল বেলা মনোরম আবহাওয়া দেখে মন খুশি হয়ে গেছে পর্যটকদের। তার সাথে হালকা ঠাণ্ডার মেজাজ যুক্ত করেছে অতিরিক্ত স্নিগ্ধতা। পার্বত্য এলাকাগুলি ছাড়াও অনেকেই এই সময়টাকে ঘুরতে যান কোচবিহার। উত্তরবঙ্গের অন্যান্য জায়গার মতো কোচবিহারের আবহাওয়া বেশ মনোরম। আরোও পড়ুন :  চাকরিপ্রার্থীদের...