বাবা-মেয়ের সম্পর্ক নিয়েও কেচ্ছা! উত্তরকুমার সুপ্রিয়া কন্যার সাথে যা করেছিলেন, সত্যি জানলে কষ্ট লাগবে
নেশনহান্ট ডেস্ক : বাংলা চলচ্চিত্র জগতে উত্তম কুমার এক মহীরুহের নাম। ৮ থেকে ৮০ এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি উত্তম কুমারকে চেনেন না। বাঙালির কাছে চিরকালের ম্যাটিনি আইডল তিনি। তাঁর কর্মজীবন যেমন চিরকাল আম বাঙালির মনে বিনোদনের ঝড় তুলেছে, ঠিক তেমনই তাঁর ব্যক্তিগত জীবনও সবার কাছে আগ্রহের বিষয়। স্ত্রী গৌরী দেবীর সাথে বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে সুপ্রিয়া দেবীর সাথে একসাথে থাকা, এসব কিছুই সত্তরের দশকে ঝড় তুলেছিল প্রতিটি বাঙালির মনে। গৌরী দেবীর সাথে উত্তম কুমারের আইনি বিচ্ছেদ হয়েছিল কিনা তার নিশ্চিত খবর পাওয়া যায় না। তবে সেই সময় উত্তম কুমারের সাথে গৌরী দেবীর সম্পর্কের ফাটল রীতিমতো হট টপিক হয়ে দাঁড়িয়েছিল। আরোও পড়ুন : উত্তরবঙ্গে লুকোনো স্বর্গ, সামান্য খরচে ঘুরে আসুন এই হিল স্টেশন! মিলবে শান্তি উত্তম কুমার ও সুপ্রিয়া দেবীর সম্পর্ক নিয়ে সেই সময় বিপুল তর্ক-বিতর্ক হয়েছিল। উত্তম সুপ্রিয়া অভিনীত ‘শুন বরনারী’ ১৯৬০ সালে মুক্তি পায়। শোনা যায় এরপর থেকেই রীতিমতো ঘনিষ্ট হতে শুরু করেন তাঁরা। তারপরই গৌরী দেবীর সাথে উত্তম কুমারের বৈবাহিক সম্পর্ক তিক্ততা পেতে শুরু করে। গৌরী দেবীর ...