Posts

Showing posts with the label Jio Phone Prima

দীপাবলিতে দুর্দান্ত উপহার নিয়ে এলেন আম্বানি! লঞ্চ হল মাত্র ২,৪৯৯ টাকার JioPhone Prima, ফিচার্স শুনলে চমকে যাবেন

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি Reliance Jio। মাত্র কয়েক বছরের মধ্যেই গ্রাহকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই সংস্থা। পাশাপাশি ইতিমধ্যেই, দেশজুড়ে 5G পরিষেবাও শুরু করেছে Reliance Jio। এমতাবস্থায়, গ্রাহকদের কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ প্ল্যান চমক সামনে আনে সংস্থাটি। সেই রেশ বজায় রেখেই এবার Reliance Jio তাদের 4G ফিচার ফোন JioPhone Prima লঞ্চ করেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। প্রথমেই জানিয়ে রাখি যে, কিছুদিন আগেই সংস্থার পক্ষ থেকে এই নতুন ফোনটিকে IMC 2023 (ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস) ইভেন্টে প্রথমবার সামনে আনা হয়। তবে এবার অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল JioPhone Prima। আরও পড়ুন:  এবার উড়বে ট্যাক্সি, ১.৫ ঘণ্টার সফর শেষ হবে ৭ মিনিটে! ভারতে কবে থেকে শুরু পরিষেবা? জানা গিয়েছে যে, এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২,৫৯৯ টাকা। এমতাবস্থায়, গ্রাহকেরা JioPhone Prima ফোনটি অফলাইন রিটেইল স্টোরের পাশাপাশি রিলায়েন্স ডিজিটাল সহ Jio মার্ট ইলেকট্রন...