আর মাত্র কয়েক দিন! এগিয়ে আসছে কালাষ্টমী, কালভৈরবকে তুষ্ট করতে করুন এই কাজগুলি
নেশনহান্ট ডেস্ক : হিন্দু ধর্মে কালাষ্টমী উৎসবের বিশেষ পৌরাণিক তাৎপর্য রয়েছে। কালাষ্টমীতে বাবা কালভৈরবের পুজো করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি কাল ভৈরবকে উৎসর্গ করা হয়। এই বছর ৫ তারিখ, রবিবার পড়েছে কালাষ্টমী তিথি। ধর্মীয় মত অনুসারে, ভগবান ভৈরবের বটুক (শিশু) রূপ, ভগবান শিবের মূর্তি পূজিত হয় কালাষ্টমীর দিন। কালাষ্টমী ভগবান শিবের ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে প্রথমে তাঁর ধ্যান করুন কাল ভৈরবকে খুশি করার জন্যে। এরপর তাকে ভক্তি সহকারে নিবেদন করতে হবে সিঁদুর, গুলাল, আবীর, ফুল ইত্যাদি। অনেকে বিশ্বাস করেন যে, কালাষ্টমীর দিন ভৈরবকে নীল ফুল নিবেদন করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। পাশাপাশি ভক্তরা কাল ভৈরবের আশীর্বাদধন্য হয়ে থাকে। আরোও পড়ুন : মহিলাদের জন্য সুখবর! এই মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে থাকছে নয়া চমক, মিলবে ৪ হাজার টাকা শুধু তাই নয় নেতিবাচক প্রভাব কাটানোর জন্য কালভৈরবের আরাধনা করা হয়। কাল ভৈরবের পূজা করলে ভূতের ভয় থাকে না বলেও অনেকের মনে করেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে, কালভৈরবের বিশেষ আশীর্বাদ পেতে কালাষ্টমীর দিন তাঁর মন্ত্র ...