ধ্বংস হবে ক্যারিয়ার,পথের ভিখারি হবেন আপনি! ভুলেও করবেন না এই ৫টি কাজ, বলছেন স্বয়ং চাণক্য
নেশনহান্ট ডেস্ক : জীবনে সাফল্য লাভের পথ দেখিয়েছেন আচার্য চাণক্য। প্রাচীন ভারতে রাজনীতি ও কূটনীতির শ্রেষ্ঠ-শিক্ষক চাণক্য প্রতিকূল পরিস্থিতিতেও আত্মবিশ্বাস বজায় রেখে লক্ষ্যপূরণে সফল হয়েছিলেন। মানুষকে প্রভাবিত করে এমন বিষয়গুলিও অধ্যয়ন করেছিলেন চাণক্য। উন্নতির শিখরে পৌঁছতে হলে ভুলেও এই পাঁচটি কাজ করা যাবে না বলে জানিয়েছেন তিনি। ১) চাণক্যের মতে, কাউকে কোনও কিছু দান করলে সেকথা কখনওই কাউকে বলা যাবে না৷ কারণ এটি একটি মহৎ কাজ৷ দানের কথা সবাইকে জানিয়ে দিলে তার থেকে কোনও ভাল ফল পাওয়া যায় না৷ দান সর্বদাই গোপনে করা উচিত এবং গোপনেই রাখা উচিত৷ ২) খারাপ সময় বা ভালো সময়, যেটাই আসুক না কেন মানুষের উচিত নিজেকে সংযত করা। ভালো সময় যেমন নিজের অর্থ বা ক্ষমতার দম্ভ করা উচিত নয় ঠিক তেমনি খারাপ সময় ধৈর্য হারানো উচিত নয়। খারাপ সময় এলে যদি কোন মানুষ ভেঙ্গে পড়েন তাহলে কখনোই তিনি ভালো সময় আনতে পারবেন না নিজের জীবনে। আরোও পড়ুন : নেই কোন কালীমূর্তি! ভয়ে ভয়ে পুজো করতে যান পুরোহিত, ৫০০ বছরের এই রীতিতে আছে গভীর রহস্য ৩) চাণক্য নীতিতে বলা হয়েছে বাড়ির সমস্যা কখনওই কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয়৷ পরিবার...