Posts

Showing posts with the label Businessman

ছিল ১০ হাজার টাকার দোকান, আজ ৩২ হাজার কোটির ব্যবসা! সারা ভারতে নামডাক কলকাতার এই ব্যবসায়ীর

Image
নেশনহান্ট ডেস্ক : ইচ্ছাশক্তি মানুষকে পৌঁছে দিতে পারে তার কাঙ্খিত সীমায়। কলকাতার এই ব্যবসায়ী সামান্য কিছু টাকা পুঁজি করে নেমেছিলেন ব্যবসায়। ১০ হাজার টাকা বিনিয়োগ করে তিনি আজ ৩২ হাজার কোটি টাকার সাম্রাজ্যের অধিকারী। শূন্য থেকে শুরু করে এই ব্যবসায়ী আজ নিজের প্রতিষ্ঠানকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন। তার প্রতিষ্ঠানের খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময়। এই বিশাল সাম্রাজ্য তৈরি করতে এই ব্যবসায়ীর সময় লেগেছে প্রায় ২১ বছর। বর্তমানে এই প্রতিষ্ঠানের গোটা দেশ জুড়ে রয়েছে ৬০০ টির বেশি স্টোর। দেশের গণ্ডি পেরিয়ে এই প্রতিষ্ঠান আজ বিদেশের মাটিতেও সফলভাবে ব্যবসা করছে। বিদেশে ১৬ টি স্টোর রয়েছে এই সংস্থার। রবি মোদী (Ravi Modi) রয়েছেন দেশের শীর্ষ ১০০ ধনী ব্যক্তির তালিকায়। এথনিক ওয়্যার ব্র্যান্ড ‘Manyavar’ এর প্রতিষ্ঠাতা রবি মোদী যেন এক ইতিহাসের নাম। আইআইএফএল হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২২-এ দ্রুততম উপার্জনকারী হিসেবে স্থান দখল করেছেন রবি মোদী। ফোর্বস বলছে, রবি মোদীর সম্পদের পরিমাণ প্রায় ৩.৪ বিলিয়ন ডলার বা ২৮,৩১৯ কোটি টাকা। আরোও পড়ুন :  আর মাত্র কিছুক্ষণ! দিঘার খুব কাছেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, ...

এই কোটিপতিকেও গয়না বেচে মেটাতে হয়েছিল দেনা! অথচ বড়লোক ছিলেন মুকেশ আম্বানির থেকেও, চেনেন ?

Image
নেশনহান্ট ডেস্ক: কথায় বলে কারোর দিনই সবসময় সমান যায় না। একথা এখন মর্মে মর্মে বুঝতে পারছেন এক সময়ের নজরকাড়া বিত্তশালী ব্যক্তি অনিল আম্বানী। আজ থেকে বছর দশ বছর আগেও মুকেশ নয়– সবার আগে আসত অনিল আম্বানির (Anil Ambani) নাম। কিন্ত, সময়ের চাকা গড়িয়েছে। কালের নিয়মে শুধু যে ব্যাঙ্ক ব্যালেন্স কমেছে তাই নয়, একসময় দেনা মেটাতেও নিতে হয়েছে গয়না বিক্রির সিদ্ধান্ত। বর্তমানে আর্থিকভাবে খুবই দুর্দশাগ্রস্থ অনিল আম্বানিকে নিয়ে এখন প্রশ্ন উঠেছে এক সময় দাদার থেকেও ধনী থাকা অনিল আম্বানি কিভাবে পিছিয়ে পড়লেন ব্যবসার দিক দিয়ে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অবশ্য কিছুটা ফিরে তাকাতে হবে। আরোও পড়ুন :  খুবই কম খরচে সফর! নির্জনতায় মোড়া এ যেন এক পাহাড়ি স্বর্গ, এখানে গেলে দু’দিনেই এক্কেবারে ফ্রেশ আসলে দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ব্যবসা ভাগ হয়ে যায় ধীরুভাই আম্বানির (Dhirubhai Ambani) মৃত্যুর পর। পিতার মৃত্যুর পর দুই ভাই মিলে রিলায়েন্স ব্যবসা প্রসারিত করবে আশা করা হলেও তেমনটা হয়নি। ধীরু ভাইয়ের মৃত্যুর দু বছরের মধ্যে দুই ভাইয়ের তিক্ততা প্রকাশ্যে আসে। এই সমস্যার সমাধান করেন তার মা কোকিলাবেন ...