সুখবর! আর যেতে হবে না বিদেশ, দুবাইয়ের আন্ডার ওয়াটার জু’র মজা এবার মিলবে কলকাতাতেই

নেশনহান্ট ডেস্ক: মাথার উপরে, ডায়ে-বাঁয়ে যেদিকেই তাকানো যাক না কেন চারিদিকে দেখা যাবে শুধুই জল আর জল। আর ছোট-বড় নানান প্রজাতির সামুদ্রিক মাছ ও জীব ভেসে বেড়াচ্ছে সেই জলে। এবার এমনই একটা দৃশ্যের দেখা মিলবে খাস কলকাতায়। পার্ক সার্কাস ময়দানের একটি বিরাট অংশ জুড়ে এটি তৈরি হয়েছে।

70076450 underwater tunnel sharks l oceanografic valencia spain.jpg

জানা গিয়েছে, অনেকটা দুবাই মলের নিচে অবস্থিত ‘দুবাই অ্যাকোরিয়াম এবং আন্ডার ওয়াটার জু’-এর ধাঁচে তৈরি করা হয়েছে পার্ক সার্কাসের এই পোর্টেবল টানেল অ্যাকোরিয়ামটি ৷ আগামী ২৭ নভেম্বর অবধি এই অ্যাকোরিয়ামটি দেখার সুযোগ রয়েছে। আর এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পার্ক সার্কাসের উদ্দীপনি ক্লাবের তরফে।

আরোও পড়ুন: আচমকাই পাল্টে যাবে ওয়েদার! সোয়েটারের সাথে এবার রেডি রাখুন ছাতাও, প্রকাশ্যে বড়সড় আপডেট

দেখলে মনে হবে, জলের অনেক নিচে তৈরি করা সুড়ঙ্গের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি ৷ কিন্তু, বিষয়টি ঠিক তেমন নয়৷ সেখানে বসানো হয়েছে বড় বড় জলের ট্যাংক ৷ আর এই ট্যাংকের মধ্যে ভাসছে রঙিন মাছ ৷ আর এই অভিনব অ্যাকোরিয়াম দেখে বিস্ময় ফুটে উঠছে ছোট থেকে বড় সকলের চোখেমুখে৷

আরোও পড়ুন : দীপুদা তো অনেক হল! এবার হবে মমতার সাধের ‘নতুন দার্জিলিং’, কোথায় হবে জানেন?

এই বিষয়ে ক্লাবের সভাপতি গৌরব বাড়ি ধাওয়ান জানান, দুবাই বা সিঙ্গাপুরে এই ধরনের অ্যাকোরিয়াম দেখে তাঁর মনে হয়েছিল, পার্ক সার্কাস ময়দানে এমন কিছু করা যায় কি না ? তখন থেকেই তিনি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে কাজ শুরু করেন ৷ জানতে পারেন, কেরলের নীল এন্টারটেনমেন্ট নামক একটি বেসরকারি সংস্থা এই ধরনের শো করে৷

img 20231124 124834

আয়োজকদের মতে টানা তিন মাস ধরে পরিশ্রমের ফল এই দুর্দান্ত অ্যাকোরিয়ামটি। ব্যয় হয়েছিল বিপুল টাকা। তবে, আজকের দিন এটি তৈরি হওয়ার পর থেকে বেশ ভালোমতোই লাভ হয়েছে। ইতিমধ্যেই কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যদি, দর্শকদের সংখ্যা বাড়ে, তাহলে এটি আরও একমাস রাখা হবে৷

 

Comments

Popular posts from this blog

latest news

শেষ ১০'এ নাম উঠলেও সত্যি হল না স্বপ্ন! Global Teacher Prize হাতছাড়া বাংলার ‘রাস্তার মাস্টারে’র

অনন্য নজির বঙ্গ কন্যার! পরিশ্রম আর অধ্যাবসায়েই মাত্র ২৩ বছরে UPSC তে নজরকারা সাফল্য