Posts

Showing posts with the label Gold

লম্বা লাইনে দাঁড়িয়ে ক্রেতারা,উপচে পড়া ভিড় সোনার দোকানে! ভাইফোঁটায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু ?

Image
নেশনহান্ট ডেস্ক : এখন গোটা দেশে রয়েছে উৎসবের আমেজ। দুর্গাপুজো, ধনতেরাস, কালী পুজো পেরিয়ে সামনে আবার রয়েছে ছট পুজো। উৎসব মানেই ভারতীয়দের মধ্যে কেনাকাটার একটা জোয়ার লক্ষ্য করা যায়। ধনতেরাসের সময় সোনা-রূপো কেনার চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পায় আমাদের দেশে। অনেকেই বিশ্বাস করেন ধনতেরাসের সময় সোনা-রুপা কিনলে সংসারের শ্রী বৃদ্ধি হয়। ধনতেরাসের পর আজ ভাইফোঁটা। ভাই-বোনের এই মিলন উৎসবে অনেকেই সোনা-রুপোর গহনা কিনে থাকেন। আজ অর্থাৎ বুধবার ভাইফোঁটার দিন সোনার বাজার কিন্তু বেশ চাঙ্গা রয়েছে। সবথেকে বড় খবর আজ সোনার দাম বৃদ্ধি হয়নি। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ ৫৫ হাজার ৫৫০ টাকা। সোনার দাম মঙ্গলবারও একই ছিল। অর্থাৎ আজ ভাইফোঁটার দিনও পরিবর্তন আসেনি সোনার দামে। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার গ্রাম আজ ৬০ হাজার ৬০০ টাকা। অর্থাৎ মঙ্গলবারের মতই দাম রয়েছে বুধবারেও। সোনার পাশাপাশি আজ দাম অপরিবর্তিত রয়েছে রুপোর। আরোও পড়ুন :  স্রেফ বাচ্চার জন্য বিয়ে করেছিলেন সইফ! এত বছর পর পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক করিনা আজ কলকাতায় ১ কেজি রুপোর দাম ৭৩ হাজার টাকা। কলকাতায় দিওয়ালির দিন অর্থাৎ সোমবার এক কিলো...

তিন দশক পর বিরল যোগ! এবার ধনতেরাসে সোনা কিনলেই দুহাতে আসবে টাকা, বাড়বে ব্যবসা

Image
নেশনহান্ট ডেস্ক : নভেম্বর মানেই উৎসবের মাস। গোটা দেশ এখন প্রস্তুত আলোর উৎসবকে উপভোগ করার জন্য। দীপাবলি (Diwali), কালীপুজো (Kali Puja) থেকে শুরু করে রয়েছে ভাইফোঁটা, ধনতেরাসের মতো উৎসবগুলি রয়েছে পরপর। অনেকেই সারা বছর ধনতেরাসের জন্য অপেক্ষা করে থাকেন। হিন্দু শাস্ত্র মতে আলাদা বিশেষত্ব রয়েছে এই দিনটির। অনেকেই ধনতেরাসের দিন সোনা কেনেন। অনেকের মনে ধারণা ধনতেরাসের দিন সোনা কেনা অত্যন্ত শুভ।৩০ বছর পর নিজের কুম্ভ রাশিতে থাকতে চলেছে শনি। তাই এ বছর ধনতেরাস একটু বিশেষ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র মতে নক্ষত্র মন্ডলের অবস্থানের জন্য এই ধনতেরাসে সোনা কেনা হবে আরো শুভ। আরোও পড়ুন :  পর্দার ‘লাভ স্টোরি’ এখন বাস্তবেও! প্রেম করছেন জি বাংলার এই জুটি, প্রকাশ্যে যা বললেন… শনি এবারের ধনতেরাসে গমন করবে এবং তার মূল ত্রিভুজ রাশিতে কুম্ভে অবস্থান করবে। এমন অবস্থান প্রায় ৩০ বছর পর ঘটতে চলেছে। পাশাপাশি কন্যা রাশিতে অবস্থান করবে শুক্র ও চন্দ্র। এর সাথে হস্ত নক্ষত্র থাকবে। চন্দ্র হল হস্ত নক্ষত্রের দেবতা। মনে করা হয় এই নক্ষত্রমন্ডলে কেনাকাটা করলে তা অত্যন্ত শুভ হয়। এই অবস্থায় সম্ভাবনা রয়েছে ধনতেরাসে বিশাল ব্যবস...