এবার ভারতেই হবে নায়াগ্রা দর্শন! অবাক লাগছে? চলে যান এই জায়গায়, মনে হবে 'আহা! কী দেখিলাম'
নেশনহান্ট ডেস্ক: হাতে কয়েক দিনের ছুটি পেলেই আমাদের মন উড়ু উড়ু হয়ে ওঠে। কিন্তু ঘুরতে যাওয়ার কথায় মাথায় এলে বাঙালির লিস্টে প্রথমেই চলে আসে দিঘা কিংবা পুরী। তবে অনেকেই এই জায়গাগুলোতে যেতে যেতে ক্লান্ত। আমাদের দেশে এমন বহু জায়গা রয়েছে যেগুলিতে পর্যটকদের আনাগোনা কম হলেও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে তার জুড়ি মেলা ভার। এমনই একটি জায়গা হচ্ছে উড়িষ্যার কোরাপুট। অপূর্ব সুন্দর এই জায়গায় রয়েছে বিস্তৃত চারণভূমি, ঘন জঙ্গল, বেশ কিছু উপত্যকা ও জলপ্রপাত। বাসনি , কোলাব ড্যাম , রাজা বিক্রমাদিত্যের ৩২ বড় ডুডুমা জলপ্রপাত, কোরাপুট শবরা শ্রীক্ষেত্র, সিংহাসন , দমনজোরি , ছোট ডুডুমা জলপ্রপাত, গুপ্তেশ্বর মন্দির, ছোট ডুডুমা জলপ্রপাত, কাঙ্গের গড় জাতীয় উদ্যান, তিরথগড় জলপ্রপাত ইত্যাদি এই জায়গার বেশ কিছু দ্রষ্টব্য স্থান। আরোও পড়ুন : কালীপুজোর আগেই ভয় ধরাবে ঘূর্ণাবর্ত, টানা ২ দিন হবে তুমুল বৃষ্টি! ভয়াবহ আপডেট IMD’র পুরীর মন্দিরের আদলে পাহাড়ের বেশ কিছুটা উপরে অবস্থিত কোরাপুট শবরা শ্রীক্ষেত্র। এখানকার ছোট ডুডুমা জলপ্রপাতটি পর্যটকদের মন আকর্ষিত করবে। কোরাপুট থেকে ৪৫ কিলোমিটার দূরে নন্দপুর গ্রাম...