শীত পড়তেই পাল্টি খাবে আবহাওয়া? বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভিজবে এই জায়গাগুলো, বড়সড় আপডেট IMD'র
নেশনহান্ট ডেস্ক : বর্তমানে বেশ একটা মনোরম আবহাওয়া বিরাজ করছে রাজ্যজুড়ে। এই সময়টাতে বেশ চুটিয়ে উপভোগ করা যাচ্ছে দিনগুলো। কলকাতার তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করেছে। এছাড়াও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়াও নিম্নমুখী। জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও, ভোরের দিকে ও সন্ধ্যার পর বেশ শীত শীত অনুভব হচ্ছে।
অনেকেই গায়ে চাদর-সোয়েটার পরতে শুরু করে দিয়েছেন। তবে এসবের মাঝেই ফের একবার চোখ রাঙ্গাচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ের নাম ‘মিগজাউম’।এই ঘূর্ণিঝড়ের ফলে কি ফের একবার বাধা প্রাপ্ত হবে শীত? এটাই এখন লাখ টাকার প্রশ্ন অনেকের মনে। তবে এর মাঝে আবহাওয়া দপ্তর বড় আপডেট দিল।
আরোও পড়ুন : অবিশ্বাস্য! এবার মাত্র 118 টাকায় পেয়ে যাবেন নতুন ফোন, ধামাকা অফার আনল Nokia
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ একটি নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার উপর। এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে আগামী সোমবারের মধ্যে। এমনকি একটি সাইক্লোনও তৈরি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় দুর্যোগের আশঙ্কা থাকলেও বাংলার মানুষের চিন্তার কারণ নেই।
আরোও পড়ুন : নো লিঙ্ক, নো ফোন কল; হঠাৎ চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে গায়েব ৩ লাখ! তারপর…
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে। ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশেও। তবে এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায়? সেই নিয়েও মুখ খুলেছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মূলত পরিষ্কার আকাশ থাকবে বাংলায়। আবহাওয়া থাকবে শুষ্ক। আগামী দিনে আরো কিছুটা নামবে তাপমাত্রার পারদ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিন ঘোরাফেরা করবে ২০ ডিগ্রী সেলসিয়াসের কাছে। তবে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে ২৭,২৯ এবং ৩০ নভেম্বর।
Comments
Post a Comment