রিচার্জ করতে হবে না টানা ১ বছর! দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির Jio-Airtel, সোনায় সোহাগা গ্রাহকদের
নেশনহান্ট ডেস্ক : গ্রাহক সংখ্যার নিরিখে একটা সময় দেশের বৃহত্তম টেলিকম অপারেটর ছিল এয়ারটেল। কিন্তু পরবর্তীকালে ভারতের বাজারে রিলায়েন্স জিওর প্রবেশের পর airtel এ গ্রাহক সংখ্যা কিছুটা ধাক্কা খায়। বর্তমানে গ্রাহক সংখ্যা নিরিখে শীর্ষস্থানে রয়েছে রিলায়েন্স জিও। এয়ারটেলের স্থান হয়েছে জিওর পরেই। এই দুটি টেলিকম অপারেটর বর্তমানে দেশের শক্তিশালী দুটি নেটওয়ার্ক। তবে এই দুই কোম্পানির মধ্যে টক্করও কিন্তু জোর কদমে চলছে। মাঝেমধ্যেই একে অপরকে টেক্কা দেওয়ার জন্য এই কোম্পানিগুলি নিয়ে আসে সস্তার রিচার্জ প্ল্যান। এই সস্তার রিচার্জ প্ল্যানের মাধ্যমে সর্বদা কোম্পানিগুলির টার্গেট থাকে আরও গ্রাহক নিজেদের দিকে আকর্ষিত করার। আরোও পড়ুন : দোরগোড়ায় শীত, কুড়ির ঘরে নামল পারদ! আর দুদিনেই এক্কেবারে বদলে যাবে ওয়েদার এবার এই দুটি কোম্পানি বেশ সস্তার বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যান এতটাই সস্তা যে মাত্র কিছু টাকার বিনিময় আপনারা গোটা বছর ফোন কল, ইন্টারনেট ও মেসেজের সুবিধা পাবেন। এয়ারটেল ব্যবহারকারীরা চাইলে বছরে একবার রিচার্জ করতে পারেন ১,৭৯৯ টাকার প্ল্যান দিয়ে। একবার রিচার্জ করলে আপনারা ৩৬৫ দিনে...