Posts

Showing posts with the label Reliance Jio

রিচার্জ করতে হবে না টানা ১ বছর! দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির Jio-Airtel, সোনায় সোহাগা গ্রাহকদের

Image
নেশনহান্ট ডেস্ক : গ্রাহক সংখ্যার নিরিখে একটা সময় দেশের বৃহত্তম টেলিকম অপারেটর ছিল এয়ারটেল। কিন্তু পরবর্তীকালে ভারতের বাজারে রিলায়েন্স জিওর প্রবেশের পর airtel এ গ্রাহক সংখ্যা কিছুটা ধাক্কা খায়। বর্তমানে গ্রাহক সংখ্যা নিরিখে শীর্ষস্থানে রয়েছে রিলায়েন্স জিও। এয়ারটেলের স্থান হয়েছে জিওর পরেই। এই দুটি টেলিকম অপারেটর বর্তমানে দেশের শক্তিশালী দুটি নেটওয়ার্ক। তবে এই দুই কোম্পানির মধ্যে টক্করও কিন্তু জোর কদমে চলছে। মাঝেমধ্যেই একে অপরকে টেক্কা দেওয়ার জন্য এই কোম্পানিগুলি নিয়ে আসে সস্তার রিচার্জ প্ল্যান। এই সস্তার রিচার্জ প্ল্যানের মাধ্যমে সর্বদা কোম্পানিগুলির টার্গেট থাকে আরও গ্রাহক নিজেদের দিকে আকর্ষিত করার। আরোও পড়ুন :  দোরগোড়ায় শীত, কুড়ির ঘরে নামল পারদ! আর দুদিনেই এক্কেবারে বদলে যাবে ওয়েদার এবার এই দুটি কোম্পানি বেশ সস্তার বার্ষিক প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যান এতটাই সস্তা যে মাত্র কিছু টাকার বিনিময় আপনারা গোটা বছর ফোন কল, ইন্টারনেট ও মেসেজের সুবিধা পাবেন। এয়ারটেল ব্যবহারকারীরা চাইলে বছরে একবার রিচার্জ করতে পারেন ১,৭৯৯ টাকার প্ল্যান দিয়ে। একবার রিচার্জ করলে আপনারা ৩৬৫ দিনে...

এবার স্টারলিঙ্ককে কিস্তিমাত করবে Jio! নয়া চমক আনছে আম্বানি, গ্রাহকদের বিরাট লাভের সম্ভাবনা

Image
নেশনহান্ট ডেস্ক :  ইলন মাস্কের (Elon Musk) স্টারলিংক এখন পাখির চোখ করেছে ভারতকে। বলা হচ্ছে, সব ঠিক থাকলে কেন্দ্রীয় সরকার আগামী বছরের মধ্যে ভারতে স্টারলিংককে প্রবেশের অনুমতি দিতে পারে। এমন পরিস্থিতিতে স্টারলিংককে কুপোকাত করতে নতুন সিদ্ধান্তের পথে হাঁটতে পারে জিও। মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছেলে আকাশ আম্বানি(Akash Ambani) বর্তমানে জিওর দায়িত্বে রয়েছেন। স্টারলিংককে মতো স্যাটেলাইট ভিক্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার কথা ভাবনা চিন্তা শুরু করেছে জিও। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আকাশ আম্বানির সাথে ঘুরে দেখেন জিওস্পেস ফাইবার পরিষেবা। আরোও পড়ুন :  বড়সড় ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের! বদলে গেল মাধ্যমিকের দিনক্ষণ, মাথায় বাজ পড়ুয়াদের সম্প্রতি জিও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার ক্ষেত্রে বিপ্লব এনেছে দেশে। জিও এয়ার ফাইবার চালু করার মধ্য দিয়ে দেশে ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবার সূচনা হয়েছে। জিও মনে করছে এই পরিষেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পোঁছে দেওয়া সম্ভব হবে ইন্টারনেট পরিষেবা। শুরুতে ৮ টি শহরে জিও তাদের এয়ার ফাইবার সার্ভিস দিচ্ছিল। আরোও পড়ুন :  চলে এল Jio Air F...

চলে এল Jio Air Fibre! সুবর্ণ সুযোগ পাওয়া যাবে ১১৫টি শহরে, আপনার এলাকায় রেট কত?

Image
নেশনহান্ট ডেস্ক : জিও ওয়্যারলেস ইন্টারনেট পরিষেবা শুরু হয়ে গেল দেশের ১১৫ টি শহরে। জিও এয়ার ফাইবার সেপ্টেম্বর মাসে প্রকাশ্যে আসে। তারপর গত দুমাসে এই ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে গেছে দেশের একাধিক শহরে। কর্তৃপক্ষের দাবি, জিও এয়ার ফাইবার ব্যবহার করে 1.5Gbps পর্যন্ত স্পিডে ব্যবহার করা যাবে ইন্টারনেট। বাড়ির পাশাপাশি আপনারা এই ডিভাইস নিয়ে যেতে পারবেন অফিসেও। জিও এয়ার ফাইবার ভারতে লঞ্চ হয় গত ১৯ সেপ্টেম্বর। প্রথমে দেশের আটটি শহরে এর পরিষেবা পাওয়া যাচ্ছিল। বর্তমানে জিও এয়ার ফাইবার পরিষেবা দিচ্ছে গুজরাত, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, দিল্লি এবং অন্ধ্রপ্রদেশের ১১৫ টি জায়গায়। আরোও পড়ুন :  ভাইফোঁটায় তুমুল দুর্যোগের আশঙ্কা! এই ৫ জেলার জন্য সতর্কতা জারি হাওয়া অফিসের তিরুপতি, বিশাখাপত্তণম, পুনে, নাগপুর, মুম্বই, কলকাতা, নাসিকের মতো শহরের বাসিন্দারা ইতিমধ্যেই এই পরিষেবা পাচ্ছেন। জিও কর্তৃপক্ষ বলছে ২০২৩ শেষ হওয়ার আগেই দেশের আরও শহরে পরিষেবা বিস্তৃতি লাভ করবে। আপনিও যদি ব্রডব্যান্ড পরিষেবা নেওয়ার কথা ভাবেন তাহলে আজকের এই প্রতিবেদনে প্ল্যানগুলি সম্পর্কে জেনে নিন। আরো...

দীপাবলিতে দুর্দান্ত উপহার নিয়ে এলেন আম্বানি! লঞ্চ হল মাত্র ২,৪৯৯ টাকার JioPhone Prima, ফিচার্স শুনলে চমকে যাবেন

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের সর্ববৃহৎ টেলিকম সংস্থা হিসেবে বিবেচিত হচ্ছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি Reliance Jio। মাত্র কয়েক বছরের মধ্যেই গ্রাহকমহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে এই সংস্থা। পাশাপাশি ইতিমধ্যেই, দেশজুড়ে 5G পরিষেবাও শুরু করেছে Reliance Jio। এমতাবস্থায়, গ্রাহকদের কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ প্ল্যান চমক সামনে আনে সংস্থাটি। সেই রেশ বজায় রেখেই এবার Reliance Jio তাদের 4G ফিচার ফোন JioPhone Prima লঞ্চ করেছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি। প্রথমেই জানিয়ে রাখি যে, কিছুদিন আগেই সংস্থার পক্ষ থেকে এই নতুন ফোনটিকে IMC 2023 (ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস) ইভেন্টে প্রথমবার সামনে আনা হয়। তবে এবার অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল JioPhone Prima। আরও পড়ুন:  এবার উড়বে ট্যাক্সি, ১.৫ ঘণ্টার সফর শেষ হবে ৭ মিনিটে! ভারতে কবে থেকে শুরু পরিষেবা? জানা গিয়েছে যে, এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ২,৫৯৯ টাকা। এমতাবস্থায়, গ্রাহকেরা JioPhone Prima ফোনটি অফলাইন রিটেইল স্টোরের পাশাপাশি রিলায়েন্স ডিজিটাল সহ Jio মার্ট ইলেকট্রন...

দাম ৫০ টাকারও কম, ভ্যালিডিটি মিলবে এক মাস! BSNL'র সামনে মুখ থুবড়ে পড়বে Airtel, Jio

Image
নেশনহান্ট ডেস্ক : বর্তমানে ভারতের টেলিকম বাজারে এক নম্বর অপারেটর হল রিলায়েন্স জিও। উন্নত টেকনোলজি ও গ্রাহক সংখ্যার নিরিখে বর্তমানে ভারতের টেলিকম বাজারে শীর্ষস্থানে রয়েছে মুকেশ আম্বানির সংস্থা। জিও ছাড়াও ভারতের বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল, ভি কোনোরকমে টিকে রয়েছে। এই তিন বেসরকারি টেলিকম সংস্থার কাছে রীতিমতো নাস্তানাবুদ রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। প্রযুক্তিগতভাবে বিএসএনএল অনেকটাই পিছিয়ে রয়েছে অন্যান্যদের থেকে। এর ফলে ক্রমাগত গ্রাহক কমছে সরকারি এই টেলিকম সংস্থার। তবে এবার অন্যান্য টেলিকম সংস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ করে আকর্ষণীয় একটি রিচার্জ প্ল্যান আনল বিএসএনএল। আরোও পড়ুন :  কালীপুজো উপলক্ষ্যে চলবে ৯টি স্পেশাল! দেখে নিন কোন কোন রুটে চলবে এই ট্রেনগুলি সেকেন্ডারি সিম হিসেবে অনেকেই এখনো বিএসএনএল ব্যবহার করে থাকেন। সামান্য হলেও অন্যান্য টেলিকম সংস্থার থেকে বিএসএনএলের রিচার্জ প্ল্যানের দাম কম। তবে বর্তমান নিয়ম অনুযায়ী প্রত্যেকটি সিমে নিয়মিত রিচার্জ করতে হয় ভ্যালিডিটি বজায় রাখার জন্য। এই বিষয়টি মাথায় রেখে বিএসএনএল একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। আরোও পড়ুন :  মোটা ট...