Posts

Showing posts with the label Samthar

উত্তরবঙ্গে লুকোনো স্বর্গ, সামান্য খরচে ঘুরে আসুন এই হিল স্টেশন! মিলবে শান্তি

Image
নেশনহান্ট ডেস্ক : কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। কয়েকটা দিনের ছুটি পেলেই আমরা ঘুরতে বেরিয়ে জীবনটাকে উপভোগ করি। তবে এমন অনেক জায়গা রয়েছে যেগুলি আমাদের কাছে অত্যন্ত পরিচিত হয়ে উঠেছে। বলা ভালো সেই জায়গাগুলি আমাদের আত্মার সাথে মিশে গেছে। যেমন ধরা যাক সমুদ্রের কথা মনে আসলেই আমরা চলে যাই দীঘা। আবার পাহাড়ের কথা মাথায় আসলে আমরা পাড়ি জমাই দার্জিলিং কিংবা কালিংপংয়ে। কিন্তু এইসব জায়গায় গিয়ে গিয়ে অনেকেই ক্লান্ত। এখন অনেক পর্যটক বিভিন্ন অফবিট জায়গার সন্ধানে রয়েছেন। অফ বিট জায়গাগুলি যেমন অচেনা, তেমনই এখানে পর্যটকের সংখ্যাও কম। শহরের জন অরণ্য ছেড়ে তাই কয়েকটা দিন নিশ্চিন্তে ছুটি কাটানো যায় এই জায়গাগুলিতে। আরোও পড়ুন :  চাকরির সুযোগ এবার স্বাস্থ্য দপ্তরে! মাধ্যমিক পাশেই হবে আবেদন, রয়েছে প্রচুর শূন্যপদ আজ আমরা আপনাদের এমন একটি পাহাড়ি গ্রামের সন্ধান দেব যেটি পর্যটন মানচিত্রে খুঁজে পাবেন না। কালিম্পংয়ে কিছু নেপালি পরিবারকে নিয়ে গড়ে উঠেছে পাহাড়ি গ্রাম সামথার। মাত্র আড়াই ঘন্টার দূরত্ব শিলিগুড়ি থেকে কালিম্পংয়ে। সেখানেই পাহাড়ের গায়ে গড়ে উঠেছে ছোট্ট একটি গ্রাম। এটি একটি নি...