Posts

Showing posts with the label Tata Group

খরচের পাশাপাশি বাড়বে লোন! iPhone তৈরি করতে গিয়ে সমস্যায় পড়বে টাটা গ্রুপ?

Image
নেশন হান্ট ডেস্ক: টাটা গ্রুপ (Tata Group) শীঘ্রই ভারতে (India) iPhone তৈরি শুরু করতে চলেছে। এর জন্য, টাটা গ্রুপ ৭৫০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৬,৭০০ কোটি টাকায় উইস্ট্রনের কারখানাও কিনছে। এর মানে হল, এরপরে টাটা হবে ভারতের প্রথম কোম্পানি যারা দেশে iPhone তৈরি করবে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক যে, iPhone তৈরি করতে কোম্পানিকে প্রথম পর্যায়ে কত খরচ করতে হতে পারে। ট্রান্সফার হবে লোন: জানা গিয়েছে, এই চুক্তির মাধ্যমে, উইস্ট্রনের সমস্ত লোনও টাটার নামে স্থানান্তরিত হবে। উল্লেখ্য যে, ২০০৮ সালে উইস্ট্রন ভারতে iPhone তৈরি শুরু করে। এদিকে লোনের কথা বললে, উইস্ট্রন কোম্পানির প্রায় ৭৫ থেকে ৮০ মিলিয়ন ডলার ঋণ রয়েছে। যা টাটা গ্রুপ আগামী সময়ে শোধ করবে। মুনাফা অর্জনে জোর দেওয়া হবে: এই প্ল্যান্টটি রয়েছে তামিলনাড়ুর হোসুরে। আর ওই প্ল্যান্টটিকেই টাটা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড কিনতে চলেছে। পাশাপাশি, সেখানে প্রায় ১৪ হাজার থেকে ১৫ হাজার জন কারখানায় কাজ করছেন। আরও পড়ুন: ছিলেন মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট! মডেলিং ছেড়ে UPSC-র প্রস্তুতি নিয়ে প্রথমবারেই IAS হলেন ঐশ্বর্য উল্লেখ্য যে, উইস্ট্রন কোম্পানি ...

এই ব্যবসা থেকে সরে আসার পরিকল্পনা টাটা গ্রুপের! বিক্রির পথে জনপ্রিয় কোম্পানি

Image
নেশন হান্ট ডেস্ক: এবার একটি বড় খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান টাটা গ্রুপ (Tata Group) Voltas লিমিটেডের হোম অ্যাপ্লায়েন্সের ব্যবসা বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই সূত্রকে উদ্ধৃত করে ব্লুমবার্গের এক রিপোর্টে এই দাবি করা হয়েছে। উল্লেখ্য যে, এটি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজার এবং টাটা গ্রুপের ম্যানেজমেন্ট মনে করে যে, আগামী দিনে এই ব্যবসা সম্প্রসারণে তারা অসুবিধার সম্মুখীন হতে পারে। এমন পরিস্থিতিতে, টাটা গ্রুপের ম্যানেজমেন্ট এই ব্যবসা বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। কিন্তু এখনও পর্যন্ত এটা ঠিক হয়নি যে, এই চুক্তিতে জয়েন্ট ভেঞ্চার পার্টনার Arcelik AS-কে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে কি না। সূত্র জানিয়েছে যে, এই বিষয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং টাটা গ্রুপ এই অ্যাসেট দীর্ঘ সময়ের জন্য নিজের কাছে রাখার কথাও ভাবতে পারে। তবে, টাটা গ্রুপের তরফে এই বিষয়ে কিছু জানা যায়নি। জানিয়ে রাখি যে, এই বছর Voltas-এর শেয়ার ৩ শতাংশ বেড়েছে এবং এর বাজার মূল্য প্রায় ৩.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই কোম্পানিটি ১৯৫৪ সালে ...