মহিলাদের এবার সোনায় সোহাগা! রাজ্যে শুরু হল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, দেরি করলেই মিস
নেশনহান্ট ডেস্ক : কপাল খুলতে চলেছে মহিলা চাকরিপ্রার্থীদের। আগেই অবশ্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রায় ৩৬ হাজার পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা হবে। এবার সরকারের চাইল্ড ডেভলপমেন্ট প্রোজেক্ট অফিসারের দপ্তর থেকে সেই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। মাসের মাইনে থেকে শুরু করে আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে। Employment No. – 105/ICDS/DJ-PUL/23 পদের নাম – অঙ্গনওয়াড়ি হেল্পার (Anganwari Helper) মোট শূন্যপদ- ২৫ টি। (UR- ৪ টি, SC- ৯ টি, ST- ৩ টি, OBC- ৮ টি, PH- ১ টি।) শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরিপ্রার্থীরা এই পদে আবেদনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। আরোও পড়ুন : চিরচেনা দীঘা, পুরী ছেড়ে পা রাখুন এই বিচে! অ্যাডভেঞ্চারের সঙ্গেই মিলবে নৈসর্গিক সৌন্দর্য বয়সসীমা- আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিয়োগ পদ্ধতি- মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের চাকরি হবে। লিখিত পরীক্ষার সিলেবাস প্রবন্ধ রচনা – ১৫ নম্বর, পাটিগণিত –...