Posts

Showing posts with the label Research

অবশেষে খোঁজ মিলল এলিয়েনের! আবিষ্কারের পর বড় দাবি বিজ্ঞানীদের, জানলে হয়ে যাবেন "থ"

Image
নেশন হান্ট ডেস্ক: এলিয়েনের (Alien) অস্তিত্ব আদৌ আছে কি না এই প্রশ্নের উত্তর খুঁজতেই বছরের পর বছর ধরে গবেষণায় লিপ্ত রয়েছেন বিজ্ঞানীরা (Scientists)। তবে, সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা এলিয়েনদের উপস্থিতি নিয়ে বড় তথ্য জানিয়েছেন। বিজ্ঞানীরা সবসময় বিশ্বাস করে এসেছেন যে মহাকাশে এমন কিছু গ্রহ থাকতে পারে যেখানে এলিয়েনদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে, এবার বড়সড় তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, বিজ্ঞানীরা তাদের আবিষ্কারের বিষয়ে জানিয়েছেন যে, ইউরেনাস গ্রহে ইনফ্রারেড নর্দান লাইট অর্থাৎ অরোরা দেখা গেছে। যা এলিয়েনের সম্ভাব্য অস্তিত্বের বিষয়ে বড় প্রমাণ দিতে পারে। এছাড়াও, এই আবিষ্কারটি গবেষকদের এটাও খুঁজে বের করতে সাহায্য করবে যে পৃথিবী ছাড়া অন্য এমন কোনো গ্রহ আছে কি না যেখানে প্রাণ ধারণ করা যায়। এই আবিষ্কারটি লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের এমা থমাস প্রকাশ করেছেন। তিনি এই গবেষণার প্রধান লেখিকাও। তিনি বলেন, “ইউরেনাসের তাপমাত্রা মডেল অনুমানের চেয়ে কয়েকশো ডিগ্রি কেলভিন/সেলসিয়াস বেশি। এটি আমাদের সামনে একটি বড় প্রশ্ন যে কিভাবে এই গ্রহটি প্রত্যাশার চেয়ে বেশি গরম হতে পারে?...