স্যালুট করতেই... ব্যারাকপুর স্টেশনেই ঘুরছিলেন এই ভবঘুরে, বৃদ্ধ আসলে 'কে' জানলে চমকে উঠবেন
নেশনহান্ট ডেস্ক: এক দুই তিন নয়, দীর্ঘ ২৪ বছর পর হারিয়ে যাওয়া ভবঘুরে সেনা জওয়ানকে খুঁজে পেল তার পরিবার। ওই ভবঘুরে গত কয়েক মাস ধরে ছিলেন ব্যারাকপুর স্টেশন চত্বর সংলগ্ন এলাকায়। এই ভবঘুরের বৃদ্ধ একটা সময় কাজ করতেন ইন্ডিয়ান আর্মিতে। পশ্চিমবঙ্গ হেম রেডিও ক্লাবের উদ্যোগে ফের একবার নিজের ঘর ফিরে পেলেন এই সেনা জওয়ান। ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা বলছেন, এই ভবঘুরেকে গত কয়েক মাস ধরে স্টেশনে সংলগ্ন বিভিন্ন এলাকায় দেখা যেত। হেম রেডিও ক্লাবের অন্যতম সদস্য অম্বরিশ নাগ বিশ্বাসের নজরে আসেন এই বৃদ্ধ। একটা সময় বিকালে এই বৃদ্ধকে চা খাওয়াতেনর অম্বরিশ বাবু। চা খাওয়ানো শেষ হলে অম্বরিশ বাবুকে স্যালুট করতেন এই বৃদ্ধ। আরোও পড়ুন : লাগে ১০৮ মাথার খুলি, সঙ্গে মদ-মাংস! মহাশ্মশানে ডাকিনী-যোগিনী নিয়েই জেগে ওঠেন এই মা কালী আদতে এই বৃদ্ধকে আর পাঁচটা ভবঘুরের মতো দেখতে হলেও, তার ভঙ্গিমা কিছুটা আলাদা ছিল। এই বৃদ্ধর স্যালুট করার ভঙ্গি খানিকটা অবাক করে অম্বরিশ বাবুকে। এরপরও অম্বরিশ বাবু খোঁজখবর শুরু করেন। কিন্তু এই বৃদ্ধর পারিবারিক পরিচয় কিছুতেই পাওয়া যাচ্ছিল না। এরপর অম্বরিশ বাবুরা কিছুটা ...