দোরগোড়ায় শীত, কুড়ির ঘরে নামল পারদ! আর দুদিনেই এক্কেবারে বদলে যাবে ওয়েদার

নেশনহান্ট ডেস্ক : সরে গিয়েছে দুর্যোগের ভ্রুকুটি। এখন বাংলা জুড়ে বিরাজ করছে মনোরম আবহাওয়া। ধীরে ধীরে তাপমাত্রা নামতে শুরু করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আকাশ বাতাস জানান দিচ্ছে যে শীত একেবারে দোরগোড়ায় এসে গেছে। আর কিছুদিন পর শুরু হবে ডিসেম্বর মাস। নতুন মাস পড়ার আগেই বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর।

বাংলার শীতপ্রেমী মানুষেরা আগামী মাস নিয়ে বেশ আশাবাদী। অনেকের আশা কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ডিসেম্বর মাসের শুরুতেই পতন হবে তাপমাত্রার। গতকাল ২০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে তাপমাত্রার পারদ নেমে যায় কলকাতার। আলিপুর হাওয়া অফিসের খবর অনুযায়ী, বাংলার একাধিক জেলার তাপমাত্রা বর্তমানে ঘোরাঘুরি করছে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আরোও পড়ুন: শেষ হল অপেক্ষা! বাড়ছে DA, ১২৫ কোটি দেবে রাজ্য, শুধুমাত্র কপাল খুলবে এইসব কর্মচারীদের

এই আবহে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বাংলার কোথাও আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা আরও কমতে পারে প্রত্যেক জেলার। হাওয়া অফিস বলছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

winter 16 0

সাধারণত কলকাতা আকাশ আজ পরিষ্কার থাকবে। তবে মাঝে মাঝে কোথাও কোথাও মেঘের আবির্ভাব হতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, আজ গতকালের তুলনায় খানিকটা পারদ নিম্নমুখী কলকাতার। পাশাপাশি আবহাওয়া দপ্তর একটি অশনি সংকেত দিয়েছে। দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণবর্ত আগামী ২৫ নভেম্বর তৈরি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

Comments

Popular posts from this blog

latest news

শেষ ১০'এ নাম উঠলেও সত্যি হল না স্বপ্ন! Global Teacher Prize হাতছাড়া বাংলার ‘রাস্তার মাস্টারে’র

অনন্য নজির বঙ্গ কন্যার! পরিশ্রম আর অধ্যাবসায়েই মাত্র ২৩ বছরে UPSC তে নজরকারা সাফল্য