শীতে দিঘা যাওয়ার প্ল্যান? সাবধান! জারি হল নয়া নির্দেশিকা, না মানলেই বাড়বে বিপদ
নেশনহান্ট ডেস্ক : বাংলার আকাশে বাতাসে এখন শীতের হিমেল ছোঁয়া। উত্তুরে হাওয়া প্রবেশের সাথে সাথে ঢুকতে শুরু করেছে শীত। এই শীতকালে অনেকেই ঘুরতে যান বিভিন্ন জায়গায়। শীতকালে ঘুরতে যাওয়ার আনন্দও বিশাল। গ্রীষ্মকালের মতো দাবদাহ নেই, আবার বর্ষাকালের বৃষ্টির প্যাচপ্যাচানি নেই। পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গল, সর্বত্রই শীতকালে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়। অনেকেই রয়েছেন যারা হাতে দু-তিন দিনের ছুটি পেলেই পাড়ি জমান দিঘা কিংবা পুরীতে। শীতকালে এই দুই সমুদ্র সৈকত আরো গমগমে হয়ে ওঠে। শীতকালে বহু পর্যটকের প্রিয় ডেস্টিনেশন হয়ে ওঠে দিঘা অথবা পুরী। শীতের মনোরম আবহাওয়ায় মিঠে রোদ গায়ে মেখে সৈকতে ঘুরে বেড়ানোর আনন্দটাই আলাদা। আরোও পড়ুন : মমতার বিজয়া সম্মিলনী থেকেই সূত্রপাত! পালাবদলের পথে বাবুল? লোকসভা ভোটের আগে তুঙ্গে জল্পনা তবে আপনারাও যদি আসন্ন শীতে দিঘা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত মনোযোগ সহকারে পড়ুন। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের জন্য জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। বিপদে পড়ার আগে অবশ্যই সেই নির্দেশিকা সম্পর্কে সচেতন হন। শীতের সময় পূর্ব মেদিনীপুর জেলায...