মাত্র দেড় মাস, পাল্টে গেল 'মিলি'র সময়! কোন ধারাবাহিকের স্লট কাড়ল অনুভব-খেয়ালির এই মেগা?
নেশনহান্ট ডেস্ক : জি বাংলায় মাস দেড়েক সম্প্রচারিত হতে শুরু করে ধারাবাহিক মিলি। অন্যদিকে একই সময়ে স্টার জলসায় আত্মপ্রকাশ ঘটে ধারাবাহিক ‘জল থই থই ভালোবাসা’। এই ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা। অপরাজিতার কাছে প্রথম থেকেই বেশ পিছিয়ে রয়েছে খেয়ালি ও অনুভবের এই মেগা। শুধু টিআরপির রেটিংয়ে নয়, দর্শকদের কাছেও খুব একটা ভালো সাড়া পাচ্ছে না জি বাংলা ধারাবাহিক মিলি। এবার হাতেনাতে সেই প্রমাণও মিলল। আগেই আলোর কোলে ধারাবাহিকের সম্প্রচারের সময় বলা হয়েছিল। নতুন এই মেগা সিরিয়াল শুরু হবে আগামী 27 নভেম্বর থেকে। প্রথমে মনে করা হয়েছিল নতুন এই ধারাবাহিক দখল করতে চলেছে ‘খেলনা বাড়ি’র স্লট। আরোও পড়ুন : এখানে মহিলার বেশে জগদ্ধাত্রী পুজো করেন পুরুষরা! অবাক লাগছে? বঙ্গেই আছে এমন অদ্ভুত নিয়ম কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরিয়ে দেওয়া হবে মিলি ধারাবাহিকটিকে। জি বাংলা মিলি ধারাবাহিকটিকে রাত দশটার স্লটে পাঠিয়ে দিয়েছে। গৌরী এলো-র শেষে জায়গা নিতে চলেছে এই ধারাবাহিক। এই জায়গায় এসে মিলির নতুন প্রতিযোগী হবে হরগৌরী পাইস হোটেল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে মিলি ধারাবাহিকের নতুন প...