Posts

Showing posts with the label Indian Rupee

ভুলে যান ৫০০ টাকা, এবার একলাফে বাড়বে অনেক! লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া আপডেট মুখ্যমন্ত্রীর

Image
নেশনহান্ট ডেস্ক : বাংলায় লক্ষীর ভান্ডার প্রকল্প সূচনা হওয়ার পর চারদিকে সাড়া পড়ে গেছিল। পরবর্তীতে লক্ষীর ভান্ডার প্রকল্প শুরু করে কর্ণাটক সরকার। এবার ছত্তিশগড়েও (Chhattisgarh) ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের ঘোষনা করা হল। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Beghel) দীপাবলির মৌসুমে এমনই ঘোষণা করলেন। দীপাবলিতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস যদি ফের রাজ্যে ক্ষমতায় আসে তাহলে প্রতিটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫০০০ টাকা করে দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের আগে কর্নাটকের কংগ্রেস ঘোষণা করে প্রত্যেক মহিলাকে মাসে দেওয়া হবে ২০০০ টাকা করে আর্থিক সাহায্য। আরোও পড়ুন :  স্রেফ বাচ্চার জন্য বিয়ে করেছিলেন সইফ! এত বছর পর পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্ফোরক করিনা সেই প্রতিশ্রুতির ফলও পেয়েছিল কংগ্রেস। এবার সেই পথেই হাঁটছে ছত্তিশগড় কংগ্রেসও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং বিজেপি নেতারা বিরোধীদের প্রতিশ্রুতিকে ‘রেউড়ি’ (মিঠাই) বলে কটাক্ষ করেছেন। তবে প্রতিশ্রুতির দৌড়ে পিছিয়ে নেই বিজেপিও। বিভিন্ন রাজ্যে নির্বাচনী প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিতে শোনা গেছে মোদ...

৬০ টাকার লটারিতেই বাজিমাত! রোজগার থেকে অতিরিক্ত খরচ হলেও শেষমেষ কোটিপতি বীরভূমের আচার বিক্রেতা

Image
নেশনহান্ট ডেস্ক : পেশা বলতে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে আচার বিক্রি করা। দিনের শেষে অতি কষ্টে আয় হয় দেড়শ টাকা মতো। যতদিন যাচ্ছিল ততই বাড়ছিল মুদির দোকানের ধার। দিন দিন সংসার চালানো অত্যন্ত কষ্টের হয়ে দাঁড়াচ্ছিল মুরারই থানার পলশা গ্রামের নূর আলম শেখের। অন্য কোনও উপায় না পেয়ে গত ১০ই নভেম্বর রোজগারের ১০০ টাকা থেকে ৬০ টাকা খরচ করে কিনে ফেলেন লটারি টিকিট। সেই লটারি টিকিটই কয়েক ঘন্টার মধ্যে বদলে দিল তার ভাগ্য। লটারি জেতার খবর পেয়ে ভয়ে দুদিন ঘর থেকে বার হননি নূর। এই লটারি টিকিটের টাকা কীভাবে তিনি পাবেন সেই বিষয়ে কোনও ধারণা ছিল না তার। উপায় খুঁজে না পেয়ে মুরারই থানায় গত সোমবার থেকে ছেলেকে নিয়ে আশ্রয় নিয়েছেন নূর। আরোও পড়ুন :   লম্বা লাইনে দাঁড়িয়ে ক্রেতারা,উপচে পড়া ভিড় সোনার দোকানে! ভাইফোঁটায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু ? নূর বলেন, “চাটনি বিক্রি করে গত শুক্রবার বাড়ি ফিরছিলাম। বাঁশলৈ বাজারে একটা লটারি টিকিটের দোকান থেকে ৬০ টাকা দিয়ে টিকিট কিনি। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। লটারি খেলার ফল প্রকাশ হয় দুপুরে একটায়। এরপর গ্রামে ছড়িয়ে পড়ে ওই লটারি বিক্রেতার বিক...

ইনিই এযুগের কর্ণ! দিনে যে বিপুল পরিমাণ অর্থ দান করেন এই ধনকুবের, শুনলে 'থ' হয়ে যাবেন

Image
নেশনহান্ট ডেস্ক : এইচসিএলের (HCL) যুগ্ম প্রতিষ্ঠাতা শিব নদর শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নন, এযুগের রীতিমতো একজন দানবীর বলা যেতে পারে। শিব নদর ২০২৩ অর্থবর্ষে ৫.৬ কোটি টাকা দান করে সবাইকে অবাক করে দিয়েছেন। চলতি অর্থবছরে সব মিলিয়ে এই ব্যক্তির দান করার পরিমাণ ২ হাজার ৪২ কোটি টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন উইপ্রোর (Wipro) প্রাক্তন চেয়ারম্যান আজিম প্রেমজি। হিসাব অনুযায়ী আজিম প্রেমজি এখনো পর্যন্ত দান করেছেন ১ হাজার ৭৭৪ কোটি টাকা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে এই তালিকায় স্থান পেয়েছেন ২৪ জন। এই তালিকায় মোট সাতজন মহিলা জায়গা করে নিয়েছেন। আরোও পড়ুন :  শ্যামা, দক্ষিণা, রক্ষাকালীর মধ্যে আদৌ কি তফাত আছে? পুজোর আগে জানুন মায়ের রূপ মাহাত্ম্যের কথা শিব নদর ও আজিম প্রেমজি ছাড়াও এই তালিকার সেরা ১০ এ অবস্থান করছেন নন্দন নিলেকানি, রোহিনী নিলেকানি, নীতিন ও নিখিল কামনাথ, সুব্রত বাগচী, সুস্মিতা, এ এম নায়েক। রোহিনী নিলেকানি মহিলাদের মধ্যে শীর্ষে রয়েছেন। রোহিনী দান করেছেন ১৭০ কোটি টাকা। রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এই রোহিনী। এডেলগিভ ফাউন্ডেশনের সিইও নাগমা মুলা ...