Posts

Showing posts with the label খেলা

নজরকাড়া মিল ২০০৩ আর ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে! জানলে চমকে উঠবেন আপনিও

Image
নেশনহান্ট ডেস্ক : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ শেষ লগ্নে পৌঁছে গেছে। আগামীকাল গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০০৩ সালের মতো ফের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। যদিও ২০০৩ সালে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে পরাজিত হয় ভারত। তাই এবার ভারতীয় সমর্থকদের মনে আশা সেই হারের ক্ষত এবার পূরণ হবে। তবে কুড়ি বছর আগের ক্রিকেট বিশ্বকাপের  ম্যাচেগুলির সাথে এবারের বিশ্বকাপের ম্যাচেরও বেশ কিছু সংযোগ রয়েছে। এই মিলগুলো নেহাত কাকতালীয় হতে পারে, তবে ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ আগ্রহের। চলুন আজ আমরা এমন ছ’টি মিল সম্পর্কে জেনে নেব যেগুলি ২০০৩ ও ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের  সাথে যুক্ত। আরোও পড়ুন :  সারাবছরই থাকে প্রচুর চাহিদা! মাত্র ১০ হাজার টাকায় শুরু করুন এই ব্যবসা, কয়েক মাসেই হবে বিরাট লাভ ১. রাহুল দ্রাবিড় ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের উইকেট কিপার ছিলেন। এবারের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের উইকেট কিপার কে এল রাহুল। সেই বিশ্বকাপে ১১ ম্যাচে ৩১৮ রান করেছিলেন রাহুল দ্রাবিড়, অন্যদিকে, ১০ ম্যাচে ৩৮৬ রান করেছেন কে...

নেওয়া হচ্ছে না রিস্ক! ফাইনালের আগেই দল থেকে বাদ পড়বেন এই ভারতীয় তারকা? কি সিদ্ধান্ত রোহিতের?

Image
নেশন হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বিশ্বকাপের মঞ্চে (Cricket World Cup) নিউজিল্যান্ডকে (New Zealand) সেমিফাইনালে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে ভারত (India)। অর্থাৎ, বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচে নিজেদের স্থান পাকা করে ফেলেছেন রোহিত-কোহলিরা। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে ভারতীয় দলের প্রায় প্রত্যেক ব্যাটার রয়েছেন রানের মধ্যে। যেটি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। তবে, ভারতীয় দলে এমন একজন ব্যাটার রয়েছেন যিনি বিশ্বকাপে একাধিক ম্যাচে সুযোগ পেয়েও সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি। যার ফলে, তাঁর বিষয়ে বিশ্বকাপের ফাইনালের রুদ্ধশ্বাস ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বড় সিদ্ধান্ত নিতে পারেন। শুধু তাই নয়, ভারতের ওই তারকা ব্যাটারেকে ঘিরে সন্দেহ প্রকাশ করেছিলেন বীরেন্দ্র সেহওয়াগও। এমতাবস্থায়, ফাইনালের মঞ্চে আদৌ ওই ব্যাটারকে টিমে দেখা যায় কিনা সেদিকেই নজর রয়েছে সবার। এমতাবস্থায়, প্রশ্ন উঠতে পারে যে, কোন তারকা ব্যাটারের প্রসঙ্গে ভাবনা চিন্তা করতে পারেন রোহিত শর্মা? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বুধবার সেমিফাইনালের প্রথম ম্যাচ...

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তানি ক্রিকেটে আলোড়ন! দল ছাড়লেন এই কিংবদন্তি

নেশন হান্ট ডেস্ক: এবারের মতো বিশ্বকাপের (World Cup) স্বপ্ন অধরাই থেকে গেল পাকিস্তানের (Pakistan) কাছে। শুধু তাই নয়, বিশ্বকাপের মতো বড় ক্ষেত্রে খারাপ পারফরম্যান্সের পর পাকিস্তান দল ইতিমধ্যেই দেশে ফিরেছে। তবে, দেশে পৌঁছনোর সাথে সাথেই এবার পাকিস্তানি ক্রিকেটে আলোড়ন সৃষ্টি হল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, পাকিস্তানের ক্রিকেট দল ছেড়েছেন এক তারকা খেলোয়াড়। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ তথা দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বোলার মর্নি মর্কেল পদত্যাগ করেছেন। উল্লেখ্য যে, ২০২৩ সালের জুন মাসে মর্নি মর্কেল পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন। তাঁকে ৬ মাসের জন্য পাকিস্তান দলের বোলিং কোচ করা হয়। এদিকে, শাহীন আফ্রিদি ছাড়া অন্য পাকিস্তানি বোলাররা এই বিশ্বকাপে প্রভাব ফেলতে পারেননি। Morne Morkel resigns as Pakistan bowling coach Details here ⤵️ https://t.co/El3BgWVbjh — PCB Media (@TheRealPCBMedia) November 13, 2023 পাশাপাশি, পাকিস্তানের বোলারদের ফ্লপ হওয়ার বিষয়টিও বিশ্বকাপে তাঁদের খারাপ পারফরম্যান্সের একটি গুরুত্বপূর্ণ কারণ। পয়েন্ট টেবিল...

ইন্ডিয়া নয়, বিশ্বকাপের ফাইনালে পৌঁছবে এই দুই দল! ডিভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী ফেলল হইচই

নেশন হান্ট ডেস্ক: যত দিন গড়াচ্ছে ততই উত্তাপ বাড়ছে ক্রিকেট বিশ্বকাপে (Cricket World Cup)। ইতিমধ্যেই সেমিফাইনালে কোন কোন দলগুলি পোঁছচ্ছে সেদিকেই নজর রয়েছে সবার। এছাড়াও, এবারের বিশ্বকাপ কোন টিমের কাছে আসবে সেই বিষয়েও চলছে জোর জল্পনা। ঠিক এই আবহেই এবার বিশ্বকাপকে ঘিরে ইঙ্গিতমূলক মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)। প্রসঙ্গত উল্লেখ্য যে, আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। তার আগে এবি ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন ফেলেছে। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে ৩০২ রানে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। এমতাবস্থায়, এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার যোগ্যতা অর্জনের ৯৫ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ডিভিলিয়ার্স। আরও পড়ুন:  ফের চাকরি বাতিল! ৯৪ জন শিক্ষকের বিরুদ্ধে কড়া অ্যাকশন খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদের এর পাশাপাশি, আগেই পাকিস্তানকে নিয়েও তিনি কিছু মন্তব্য করেছিলেন। সেটিও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে, ভারতের বিশ্বকাপ জেতার বিষয়ে তিনি জানান, দক্ষিণ আফ্রিকা ফাইনালে উঠতে না পারলে ...