Posts

Showing posts with the label Flight

জলের দামে টিকিট, কমছে খরচ! এবার সামান্য টাকায় ঘুরে আসুন ভাইজ্যাক

Image
নেশনহান্ট ডেস্ক : পুজোর মরশুম মানেই নিজের শহরকে টাটা বাই বাই বলে ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়া। দুর্গাপুজো যেতে না যেতেই বলা বাহুল্য, জম্মু-কাশ্মীর, বারাণসী, ভাইজ্যাগের মতো পর্যটনস্থলগুলিতে ভ্রমণপিপাসুদের ভিড় জমে। এবছরেও তাই আমজনতার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করছে উড়ান সংস্থাগুলি। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে বাড়ছে কলকাতা বিশাখাপত্তনম বিমান পরিষেবা। সূত্রের খবর, স্পাইসজেট যেমন কলকাতা-বিশাখাপত্তনম রুটে একটি বিমান চালানোর ছাড়পত্র পেয়ে গিয়েছে ঠিক তেমনভাবেই ইন্ডিগো এই রুটে আরও একটি বিমান চালাবে। সেই পরিষেবা শুরু হবে আগামী ১৫ নভেম্বর থেকে। এতদিন অবশ্য একটিই চলত। আরোও পড়ুন :  ইনিই এযুগের কর্ণ! দিনে যে বিপুল পরিমাণ অর্থ দান করেন এই ধনকুবের, শুনলে ‘থ’ হয়ে যাবেন কলকাতা থেকে বিশাখাপত্তনম যাত্রার সূচি এখনও প্রকাশিত হয়নি। ভাইজ্যাগ বিমানবন্দরের ডিরেক্টর এস রাজা রেড্ডি জানান, স্পাইসজেট কলকাতা-বিশাখাপত্তনম রুটে প্রয়োজনীয় ছাড়পত্র পেলেও জানুয়ারি মাসের আগে পরিষেবা শুরু হওয়ার সম্ভাবনা নেই। তবে তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, সপ্তাহে ৭ দিনই তারা ওই রুটে বিমান চালাবেন। আরোও পড়ুন :  শ্যামা, দ...

বিমানেও কী হর্ন আছে? কোন পরিস্থিতিতে বাজান পাইলট! উত্তর জেনে অবাক হয়ে যাবেন

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এমতাবস্থায় যানবাহনের সংখ্যা বৃদ্ধির জেরে বাড়ছে হর্নের (Horn) ব্যবহারও। এমনকি, শহরাঞ্চলের ক্ষেত্রে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শব্দদূষণ যাতে না ঘটে সেজন্য হর্ন ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন নিয়মও জারি করা হয়েছে। এদিকে, সাইকেল থেকে শুরু করে বাইক, বাস, ট্রাক কিংবা ট্রেনের মতো যানবাহনে হর্নের ব্যবহার সম্পর্কে তো আমরা সকলেই জানি। কিন্তু, আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, বিমানে কি আদৌ হর্ন থাকে? কিংবা থাকলেই বা সেটির ব্যবহার কখন করেন পাইলট? অনেকেই নিয়মিতভাবে বিমানে যাতায়াত করলেও এই বিষয়টি সম্পর্কে অবগত নন। বর্তমানে প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল। উল্লেখ্য যে, অন্যান্য গণপরিবহণগুলির তুলনায় বিমান অনেকটাই আলাদা। বিমানের কর্মপদ্ধতি, ফিচার্স এবং অন্যান্য বিষয়গুলিও অত্যন্ত পৃথক। মূলত, অন্যান্য যানবাহনগুলির ক্ষেত্রে চালকরা অন্য পথচারীদের কিংবা যানবাহনকে সতর্ক করতে হর্ন ব্যবহার করেন। এমতাবস্থায়, জেনে অবাক হবেন যে, বিমানেও কিন্তু হর্ন থাকে। আরও পড়ুন:  বরকে বানাতে হবে Reels! পাত্রের সন্ধানে ...