২২ বছর ধরে 'নো আতশবাজি'! নিঃশব্দে দীপাবলি পালন করে ভারতের এই ৭ গ্রাম, কারণ অবাক করবে
নেশনহান্ট ডেস্ক : দীপাবলি (Diwali) মানেই আলোর উৎসব। এই উৎসবে মেতে ওঠে গোটা দেশ। এই সময় প্রায় প্রত্যেক বাড়িতেই জ্বলে ওঠে প্রদীপ, মোমবাতি। দীপাবলি ছোট থেকে বড়, সবাই উপভোগ করছেন চুটিয়ে। দীপাবলিতে আতশবাজি ফাটানোর রেওয়াজ বহুদিনের। আতশবাজি ছাড়া অনেকের কাছেই দীপাবলি অসম্পূর্ণ। চরকি, চকলেট বোম, চরকা, ফুলঝুড়ি, রংমশাল, তুবড়ি সহ একাধিক আতশবাজি না ফাটালেই যেন নয় এই সময়টাতে। কিন্তু জানেন আমাদের দেশেই এমন একটি রাজ্য আছে যেখানে দীপাবলীর সময় আতশবাজি ফাটানো হয় না? এই রাজ্যের বেশ কিছু জায়গা রয়েছে আতশবাজি ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ। আরোও পড়ুন : ২১ পেরোতেই বাজিমাত! দত্তক নিয়েছেন একটি গ্রাম; IAS, IPSদের ট্রেনিং দিয়ে নজির সৃষ্টি এই যুবকের এর পিছনের কারণ জানলে সত্যিই অবাক হতে হয়। কালীপুজো, দীপাবলীর সময় গোটা দেশেই আতশবাজির রোশনাই দেখা যায়। অনেক সময় বাজির শব্দে কান পাতা দায় হয়ে ওঠে আমাদের। তবে স্রোতের ভিন্ন ধারায় হেঁটেছেন তামিলনাড়ুর (Tamil Nadu) ইরোড জেলার সাতটি গ্রামের বাসিন্দারা। আরোও পড়ুন : রিপোর্ট গেল আদালতে! বন্ধ বাড়ির খাবার, এবার জেলের ভাতই খাবে বালু, কিন্তু কী এমন ঘটল ? উৎসবে...