ডাকাতদের সাথে মা কালীর কী সম্পর্ক? এই বাংলারই কয়েকটি মন্দিরকে ঘিরে আছে হাড়হিম করা ইতিহাস
নেশনহান্ট ডেস্ক : ছোটবেলায় আমরা সকলেই বিভিন্ন ডাকাতদের কর্মকাণ্ডের গল্প শুনেছি। একটা সময় বাংলার সাধারণ মানুষ এই ডাকাতদের ভয়ে শিটিয়ে থাকতেন। ডাকাত শব্দ টা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কালো মোটা গোঁফ, লম্বা, পেশীবহুল চেহারার কোনও পুরুষ। তবে বাংলার ডাকাতদের ইতিহাসের সাথে আরও একটি জিনিস যুক্ত হয়ে রয়েছে, সেটি হল কালীপুজো। বিভিন্ন ইতিহাস ঘাঁটলে দেখা যায় ডাকাতেরা মা কালীকে পুজো দিয়ে ডাকাতি করতে বের হত। ধীরে ধীরে এই কালীগুলি ‘ডাকাত কালী’ নামে পরিচিতি পেয়েছে। আর কিছুদিন পর কালীপুজো। এই আবহে আজ আমরা এমন কিছু ডাকাত কালীর গল্প শুনে নেব। চলুন এক নজরে বাংলার কিছু ডাকাত কালী বাড়ির সম্পর্কে জেনে নেওয়া যাক। আরোও পড়ুন : মাধ্যমিক পাশ? তাহলে আর দেরি কিসের! দুর্দান্ত চাকরির সুযোগ মিলবে এবার মেট্রো রেলেই রঘু ডাকাতের কালীপুজো : বাংলার কালীপুজোর ইতিহাস ঘাটলে বিভিন্ন জায়গায় রঘু ডাকাত ও তার ডাকাত কালীর উল্লেখ পাওয়া যায়। বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক জেলায় রয়েছে রঘু ডাকাতের প্রতিষ্ঠিত কালী মন্দির। তবে এই রঘু ডাকাত ছিলেন কলকাতার বাসিন্দা। যে সময়ের কথা আমরা বলছি সেই ...