Posts

Showing posts from October, 2023

এবার সহজেই কনফার্ম হবে ওয়েটিং লিস্টে থাকা টিকিটও! কিভাবে সম্ভব? দেখুন

Image
নেশনহান্ট ডেস্ক : খুব শীঘ্রই আসতে চলেছে শীত। আর শীতের মৌসুম মানেই ঘুরতে বেরিয়ে পড়া। শীত এলেই মনটা উরু উড়ু করে ওঠে প্রত্যেকের। বিশেষ করে ডিসেম্বর-জানুয়ারি মাসে পর্যটকদের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। তাই এই সময়টাতে ট্রেনের টিকিট পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। আগে থেকে যাদের প্ল্যান করা থাকে তারা দু-তিন মাস আগে থেকে ট্রেনের টিকিট কেটে রাখেন। আবার হঠাৎ করে কোথাও যেতে হলে ভরসা রাখতে হয় তৎকাল টিকিটের উপর। কিন্তু ছুটির মৌসুমে তৎকাল টিকিটের চাহিদাও থাকে তুঙ্গে। ফলে ওয়েটিং লিস্টে চলে যেতে পারে সেই টিকিটও। কিন্তু জানেন একটি বিশেষ উপায় আপনারা কনফার্ম করতে পারবেন ওয়েটিং লিস্টে থাকা টিকিট? HO কোটায় ওয়েটিং লিস্টে থাকা টিকিট কনফার্ম করা যায়। আরোও পড়ুন :  কেটে যাবে জীবনের অন্ধকার, আসবে সুখ, সমৃদ্ধি! কালীপুজোর সময় মাথায় রাখুন এই কয়েকটি নিয়ম HO মূলত বলা হচ্ছে রেল আধিকারিক, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, উচ্চ আদালতের বিচারপতি-সহ বিশিষ্ট পদাধিকারীদের। এনাদের জন্য বিশেষভাবে সংরক্ষণ থাকে দূরপাল্লার ট্রেন গুলিতে। উচ্চ পদাধিকারী বিশিষ্ট ব্যক্তিদের জন্য সংরক্ষিত থাকে HO কোটা। কিন্তু কিছু শর্তের প্রেক্ষ

কেটে যাবে জীবনের অন্ধকার, আসবে সুখ, সমৃদ্ধি! কালীপুজোর সময় মাথায় রাখুন এই কয়েকটি নিয়ম

Image
নেশনহান্ট ডেস্ক : অনেকেই দেবী কালীকে খুব জাগ্রত হিসেবে বিবেচিত করেন। বহু মানুষ জীবনে নানান সমস্যার সমাধানের জন্য শরণাপন্ন হন মা কালীর। কিন্তু আপনারা জানেন কোন উপায় অবলম্বন করলে আপনারা দেবী কালীর আশীর্বাদ পাবেন? আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কালীপুজোয় কোন উপাচার মানলে মা কালীর আশীর্বাদ আপনার উপর ঝরে পড়বে। উপোস রাখুন কালীপুজোর দিন। পুজো শেষ হওয়া না পর্যন্ত উপোস বজায় রাখুন। পুজো শেষে অঞ্জলি দেওয়ার পর খাদ্য গ্রহণ করবেন। সব সময় নিরামিষ খাবার খেয়ে উপোস ভাঙবেন। তবে চেষ্টা করবেন সর্বদা ফল খেয়ে উপোস ভাঙার। তবে পরের দিন আমিষ খাবার খেলে ক্ষতি হবে না। কোথাও বলি হলে গ্রহন করতে পারেন সেই প্রসাদ। আরোও পড়ুন :  ফ্রি ফ্রি ফ্রি! লাগবে না ভিসা; ব্যাংকক, পাটায়া ভ্রমণ এবার আরোও সস্তায় অনেকেই বলেন জ্ঞান দান করলে তা বৃদ্ধি পায়। সম্পত্তিও অনেকটা তেমন। পুজোর দিনে দুস্থ ব্যক্তিদের কিনে দিন মোমবাতি বা ধূপকাঠি। দুস্থ ব্যক্তিদের ঘর আলোকিত হলে আপনার ভাগ্য ফিরতে পারে। মা কালীকে সর্বদা লাল ফল যেমন আপেল দিয়ে পুজো দিতে পারেন। লাল জবা, ধুপ মিষ্টি সব সহকারে মা কালীকে পুজো দিতে হবে। এছাড়াও খড়্গ অর্পণ ক

সেনাবাহিনীতে কেন সৈন্যদের চুল ছোট করে কাটা হয়? রয়েছে এই বিশেষ কারণ, জানলে হবেন অবাক

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ পরিবর্তিত হচ্ছে মানুষের জীবনযাত্রা (Lifestyle)। পাশাপাশি, অনেকেই আবার যুগোপযোগী স্টাইলকে প্রাধান্য দিয়ে মাথার চুল থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশকে আরও আকর্ষণীয় করে তুলতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেন। যদিও বেশিরভাগ সময়ে চুলের ক্ষেত্রেই নিত্যনতুন নানান স্টাইল নারী এবং পুরুষ নির্বিশেষে প্রত্যক্ষ করা যায়। তবে সাধারণ মানুষেরা নিজের ইচ্ছেমতো চুলের ওপর বিভিন্ন কারুকার্য করতে পারলেও সেনাবাহিনীর (Army) সৈনিকদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম একেবারেই উল্টো। আমরা প্রত্যেকেই জানি যে, সেনাবাহিনীর জওয়ানদের চুল একেবারে ছোট করে কাটা হয়। আমরা এইভাবে তাঁদেরকে দেখতে অভ্যস্ত হলেও কেন তাঁরা সবসময় এইভাবে ছোট চুল রাখেন এই বিষয়টি অনেকেই জানেন না। তবে এর পেছনে রয়েছে চমকপ্রদক কারণও। যেগুলি জানার পর নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, সেনাবাহিনীর জওয়ানদের কঠোর নিয়ম এবং অনুশাসনের মধ্যে থাকতে হয়। পাশাপাশি, তাঁদের নিয়মিত অনুশীলনের ব্যবস্থাও থাকে। এক কথায়, প্রতিমুহূর্তে সজাগ থাকেন তাঁরা। পাশাপাশি, দৈহিক ও মানসিক ভাবে ফিট এবং সুস্থ

শীতের মরশুমে গরম জলে নিশ্চিন্তে করুন স্নান! মাত্র ৯৪৯ টাকায় মিলছে দুর্দান্ত ফিচার্সের এই গিজার

Image
নেশন হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চতুর্দিকে হিমেল হওয়ার প্রভাব জানান দিচ্ছে যে শীতের (Winter) আগমন আর বেশি বাকি নেই। পাশাপাশি সম্প্রতিক সময়ে হঠাৎ করেই অনেকটা কমে গিয়েছে তাপমাত্রাও। এমতাবস্থায়, শীতের মরশুম সামনে এলেই ব্যবহার বৃদ্ধি পায় ওয়াটার হিটার তথা গিজারের (Geyser)। পাশাপাশি বাজারেও, এই বৈদ্যুতিক যন্ত্রের বিক্রি লাফিয়ে বৃদ্ধি পায়। এদিকে, বর্তমানে বাজারে বিভিন্ন রকমের গিজার উপলব্ধ থাকার কারণে ক্রেতারা প্রায়শই বুঝতে পারেন না যে কোন গিজারটি সবথেকে ভালো হবে। এমনকি, অনেক সময় এটাও দেখা যায় যে বেশি দাম দিয়ে অনেকেই খারাপ কোয়ালিটির গিজার কিনে ফেলেন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে একদম স্বল্পমূল্যের একটি গিজারের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটি সম্পর্কে জানার পর আপনিও এটি কিনতে চাইবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, শীতকালে স্নানের সময় জল গরমের কাজে গিজার ব্যবহার করার ফলে বিদ্যুতের খরচ অনেকটাই বেড়ে যায়। যার প্রভাব পড়ে বিদ্যুতের বিলে। বেড়ে যায় খরচের পরিমাণও। এমন পরিস্থিতিতে, আজ আমরা আপনাদের একটি পোর্টেবল গিজার সম্পর্কে জানাচ্ছি, যেটি কয়েক মিনিটের মধ্যে জল গরম করে এবং এটি

ফ্রি ফ্রি ফ্রি! লাগবে না ভিসা; ব্যাংকক, পাটায়া ভ্রমণ এবার আরোও সস্তায়

Image
নেশনহান্ট ডেস্ক : থাইল্যান্ড। ভারতীয়দের কাছে ঘুরতে যাবার জন্য এ যেন এক দুর্দান্ত জায়গা। বলা বাহুল্য, থাইল্যান্ড দেশটির ট্যুরিজমকে যেন বাঁচিয়েই রেখেছে ভারত। হিসাব করলে দেখা যায়, এ বছর এখনো পর্যন্ত প্রায় ১২ লক্ষ ভারতীয় ঘুরতে গিয়েছেন থাইল্যান্ডে। এবার সেই থাইল্যান্ডের তরফেই এল দুর্দান্ত এক খবর। জানা গিয়েছে, থাইল্যান্ডে যেতে ভারতীয়দের আর কোনও ভিসা লাগবে না চলতি বছরের পরের মাস থেকে ২০২৪ সালের মে পর্যন্ত। অর্থাৎ, ওদেশে ‘ভিসা অন অ্যারাইভালে’র জন্য ভারতীয়দের আর মাথাই না ঘামালেও চলবে। এই প্রক্রিয়ার জন্য তাই একটা নয়া পয়সাও আর খরচ করতে হবে না। তবে, নতুন এই খবর সামনে আসতেই উচ্ছ্বসিত ভারতীয়রা। আরোও পড়ুন: WBPSC মাধ্যমে প্রচুর চাকরি! কপাল খুলে যাবে কর্মপ্রার্থীদের, দেখুন কিভাবে আবেদন করবেন   থাইল্যান্ডের প্রি-প্যান্ডেমিক ট্যুরিস্ট ডেটা বিশ্লেষণ করে দেখা গিয়েছে, ২০১৯ সালে ১ কোটিরও বেশি ট্যুরিস্ট সেখানে গিয়েছিল। আর এ বছরে ২৯ অক্টোবর পর্যন্ত ২ কোটি ২০ লক্ষেরও বেশি ট্যুরিস্ট সেদেশে পাড়ি দিয়েছেন। ভারত ও তাইওয়ান থেকে ৩০ দিনই ট্যুরিস্ট যেতে পারবেন। ফলে, একথা স্পষ্ট হয়ে গেছে যে, ভিসা সংক্রান্ত

চেয়েছিলেন DA, কিন্তু মিলল অন্যকিছু! সরকারি শিক্ষকদের জন্য "বিশেষ ব্যবস্থা" সরকারের

Image
নেশন হান্ট ডেস্ক: DA (Dearness Allowance) বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনের পথে হাঁটছেন শিক্ষকরা। পাশাপাশি, এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছেন তাঁরা। যদিও, এখনও পর্যন্ত সরকারের তরফে এই বিষয়ে তেমন কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ঠিক এই আবহেই বাংলার পড়শি রাজ্য বিহারের (Bihar) শিক্ষকদের জন্য বড় ঘোষণা করলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। মূলত, তিনি জানিয়েছেন যে, এবার থেকে সরকারি শিক্ষকদের স্কুলের পাশেই থাকার জায়গা দেওয়া দেওয়া হবে সরকারের তরফে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই রাজ্যের পাঁচ লক্ষ শিক্ষক এই সুবিধা পাবেন বলেও জানা গিয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, শিক্ষকদের যাতায়তের ক্ষেত্রে যাতে সমস্যা না হয় সেই কারণেই এহেন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। তবে, এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, শিক্ষকদের জন্য বাড়ির প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও তাঁদের DA বৃদ্ধি করেনি সরকার। উল্লেখ্য যে, গত এপ্রিল মাসে ওই রাজ্যে সরকারি শিক্ষকদের DA ৪ শতাংশ বাড়ানো হয়। যার ফলে তাঁদের প্রাপ্য DA-র পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় ৪২ শতাংশ। অর্থাৎ, সেই সময়ের পরি

WBPSC মাধ্যমে প্রচুর চাকরি! কপাল খুলে যাবে কর্মপ্রার্থীদের, দেখুন কিভাবে আবেদন করবেন

Image
নেশনহান্ট ডেস্ক : আপনি কি চাকরি খুঁজছেন? আপনার জন্য তাহলে বড় সুখবর নিয়ে এসেছে WBPSC। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। আপনি যদি পাবলিক সার্ভিস কমিশনের চাকরির ব্যাপারে ইচ্ছুক হন তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে সম্প্রতি। যে পদে নিয়োগ করা হবে সেই পদে রয়েছে আকর্ষণীয় মাসিক বেতন। এই পদে আবেদনের বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে। বিজ্ঞপ্তি নং- 12/2023 বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 16.10.2023 নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তথা WBPSC বয়স: এই পদে সর্বোচ্চ 45 বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আরোও পড়ুন :  শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো মাসিক বেতন: এই পদে কর্মরত প্রার্থীদের মাসিক 95,100 থেকে 1,48,000 টাকা বেতন দেওয়া হবে। পদের নাম: ডিরেক্টর, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আবেদন পদ্ধতি: এই পদে যারা আবেদনে ইচ্ছুক তাদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্

১৭ বছরেই পান ৩০০ কোটির কোম্পানির দায়িত্ব, আজ পৌঁছেছে ৮,০০০ কোটিতে! চমকে দেবে এই সফলতার কাহিনী

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একজন যুবতীর প্রসঙ্গ উপস্থাপিত করব যিনি একদম অল্প বয়সেই একটি বিখ্যাত কোম্পানির দায়িত্ব পেয়েছিলেন। তিনি হলেন নাদিয়া চৌহান (Nadia Chauhan)। তাঁর জন্ম ক্যালিফোর্নিয়ায় (California) হলেও তিনি বড় হয়েছেন মুম্বাইয়ে (Mumbai)। তাঁর পিতার নাম প্রকাশ চৌহান। যিনি পার্লে অ্যাগ্রোর চেয়ারম্যান ছিলেন। নাদিয়ার দু’জন দিদি রয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, নাদিয়ার বয়স যখন মাত্র ১৭ বছর ছিল তখন তাঁকে পার্লে অ্যাগ্রোর চিফ মার্কেটিং অফিসার করা হয়। তবে, এত কম বয়সে এত বড় দায়িত্ব পাওয়ার বিষয়টি অধিকাংশজনকেই অবাক করলেও নাদিয়ার রক্তে ব্যবসা ছিল। পাশাপাশি, তিনি তা প্রমাণ করেও দেখিয়েছেন। নাদিয়া যখন অফিসিয়ালি তাঁর দায়িত্ব নেন, তখন কোম্পানিটি শুধুমাত্র ফ্রুটি তৈরি করত। পাশাপাশি, তখন কোম্পানির টার্নওভার ছিল ৩০০ কোটি টাকা। পার্লে অ্যাগ্রোর আয়ের ৯৫ শতাংশ আসতো শুধুমাত্র ফ্রুটি থেকেই। তিনি প্রথম যে বিষয়ের দিকে দৃষ্টিপাত করেছিলেন তা হল এর প্যাকেজিং পরিবর্তন করা। যে প্যাকেটটি আগে সবুজ রঙের ছিল তা পাকা আমের রঙের মতো পরিবর্তন করে করা হয় হলুদ। আর এই

শীতেও এবার গলদঘর্ম হবেন আপনি! ডিসেম্বরে খেল দেখাবে অভিশপ্ত এল নিনো

Image
নেশনহান্ট ডেস্ক : ইতিমধ্যে বেশ খানিকটা শীতের অনুভূতি ছড়িয়ে পড়েছে দিল্লি ও তার আশেপাশের এলাকায়। গায়ে চাদর কিংবা মাথায় টুপি পড়ে মর্নিং ওয়াকে আসছেন অনেকে। হালকা শীতের আমেজ দেশের অন্যত্র শুরু হয়ে গেছে। এই আবহে অনেকের প্রশ্ন তবে কি শীত এগিয়ে আসতে শুরু করেছে? এই মৌসুমে কি শীত তার দাপট দেখাবে? দিল্লি এবং NCR-এ শীতের তীব্রতা লক্ষ্য করা যায় ডিসেম্বর ও জানুয়ারি মাসে। এবার হয়ত সেই চেনা ছবিটা বদলে যেতে পারে। এবারের শীতের মৌসুমে দেশের অন্যান্য জায়গাতেও স্বাভাবিকের তুলনায় সামান্য কিছুটা বেশি তাপমাত্রা থাকতে পারে। গোটা ডিসেম্বর মাস জুড়েই এই প্রভাব থাকবে। আরোও পড়ুন :  অহংকারেই পতন! হাতে নেই একটাও ছবি; সংসার থেকে কেরিয়ার সব শেষ এই পরিচালকের ভারতে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কতটা শীত পড়তে পারে সেই বিষয়ে গবেষণা চালিয়েছে দক্ষিণ এশিয়ার জলবায়ু আউটলুক ফোরাম। এই গবেষণা রিপোর্ট বলছে ভারতের বিভিন্ন জায়গায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে এবারের শীতের মৌসুমে। এই আবহে পরিস্থিতি রীতিমতো ভয়ংকর হয়ে উঠবে বলে আশঙ্কা। আরোও পড়ুন :  এবার মাত্র ৫ দিন গেট খুলবে ব্যা

একের পর এক চমক! ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণের পরেই ফের বড় সুখবর পেল Tata

Image
নেশন হান্ট ডেস্ক: চলতি সপ্তাহ শুরু হতে না হতেই একের পর এক বড় খবর সামনে আসছে টাট গ্রুপের (Tata Group) জন্য। এমনিতেই গত সোমবার টাটা গ্রুপের তরফে জানানো হয় যে, তারা পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) কাছ থেকে ৭৬৫.৭৮ কোটি টাকার ক্ষতিপূরণ পাবে। মূলত, তিন সদস্যের সালিশি আদালত তথা আরবিট্রাল ট্রাইব্যুনাল এই নির্দেশ প্রদান করেছে। যা নিঃসন্দেহে টাটা গ্রুপের জন্য একটি বড় খবর হিসেবে বিবেচিত হচ্ছে। এবার ফের একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা গ্রুপের শেয়ার ফের ঊর্ধ্বমুখী হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে টাটা মোটরসকে ক্ষতিপূরণ বাবদ ১১ শতাংশ সুদ সহ ৭৬৬ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে মধ্যস্থতাকারী প্যানেল। তবে ২০১৬ সালে, সুপ্রিম কোর্ট টাটার অধিগ্রহণকৃত জমি মূল মালিকদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল। যেটিকে সরকার ঐতিহাসিক জয় হিসেবে মনে করলেও এবার বড় ধাক্কা খেল রাজ্যের তৃণমূল সরকার। ঠিক তারপরেই মঙ্গলবারে টাটা গ্রুপের শেয়ারে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। আরও পড়ুন:  বি

অহংকারেই পতন! হাতে নেই একটাও ছবি; সংসার থেকে কেরিয়ার সব শেষ এই পরিচালকের

Image
নেশনহান্ট ডেস্ক : প্রতিদিন হাজার হাজার মানুষ মুম্বাই যান নিজেদের স্বপ্ন পূরণের লক্ষ্যে। বহু মানুষের স্বপ্ন থাকে বলিউডে কেরিয়ার তৈরি করার। কিন্তু অসংখ্য মানুষের মধ্যে খুব কম সংখ্যক মানুষ সফলতা পান বলিউডে। তবে চলচ্চিত্র জগতে সফলতা পেলেও তাকে ধরে রাখা মোটেও সহজ কাজ নয়। একটা ছোট ভুল শেষ করে দিতে পারে গোটা কেরিয়ার। অতীতে এমন বহু বলিউড তারকা রয়েছে যারা ছোট্ট ছোট্ট ভুলের কারণে মোটা খেসারত দিতে বাধ্য হয়েছেন। সালমান খান, সঞ্জয় দত্তর মতো অভিনেতারা এর বড় প্রমাণ। তবে আজ আমরা এমন একজন পরিচালক-প্রযোজককে নিয়ে কথা বলছি যিনি একটা সময় প্রচন্ড অহংকারী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন বলিউডে। আরোও পড়ুন :  পুজোয় শুধুমাত্র রেস্তরাঁ থেকেই বিপুল লক্ষ্মীলাভ! ১১০০ কোটি ঘরে এল পশ্চিমবঙ্গ সরকারের অল্প সময়ের মধ্যে আশাতীত সাফল্য তাঁর জীবনে ডেকে আনে বিপর্যয়। আমরা কথা বলছি পরিচালক সাজিদ খানের সম্পর্কে। একটা সময় সাজিদ খান বেশ সাফল্য পেয়েছিলেন বলিউডে। সাজিদ প্রথম পরিচালনা শুরু করেন ২০০৬ সালে।  ‘ডরনা ভি জরুরি হ্যায়’ ছবি পরিচালনার মাধ্যমে তিনি বলিউডে হাতে খড়ি করেন। আরোও পড়ুন :  এবার মাত্র ৫ দিন গেট খুলবে

পুজোয় শুধুমাত্র রেস্তরাঁ থেকেই বিপুল লক্ষ্মীলাভ! ১১০০ কোটি ঘরে এল পশ্চিমবঙ্গ সরকারের

Image
বাংলাহান্ট ডেস্ক : দুর্গাপুজো বাঙালির কাছে সাধারণ একটা উৎসব শুধু নয়, দুর্গাপূজা মানে বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা। গোটা বছর গোটা বাংলা অপেক্ষা করে থাকে এই দুর্গোৎসবের জন্য। পুজোর কটা দিন বন্ধু-বান্ধব বা পরিবারের লোকেদের সাথে নতুন জামা কাপড় পড়ে প্যান্ডেল হপিংয়ের মজাই আলাদা। এ বছর যে পরিসংখ্যান উঠে আসছে তাতে বাঙালি যে রেস্তোরাঁয় বসে খেতে বেশি পছন্দ করছেন সেটার একটা আভাস পাওয়া যাচ্ছে। অনলাইন যুগে অনেকেই খাবার বাড়িতে অর্ডার করে নেন। কিন্তু এ বছর পুজোয় চিত্রটা বেশ খানিকটা অন্যরকম ছিল। মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। আরোও পড়ুন :  এবার মাত্র ৫ দিন গেট খুলবে ব্যাঙ্কের! বাড়বে ছুটি, বেতনও; দিপাবলীর আগেই বড় খবর চ্যাপ্টার টু এবং আউধ 1590-এর মতো রেস্তোরাঁ চেইনের মালিক সংস্থা প্ল্যাটার হসপিট্যালিটির সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর শিলাদিত্য চৌধুরি জানাচ্ছেন, “এবছর অনেকটাই কম বিক্রি হয়েছে এগ্রিগেটর সেলস, অর্থাৎ স্যুইগি ও জোম্যাটোর মাধ্যমে। অধিকাংশ গ্রাহক রেস্তোরাঁয় বসে খেয়েছেন।’ আরোও পড়ুন :  আবহাওয়া চোখ পাল্টি, শীত কাটিয়ে ফিরছে বৃষ্টি! দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসার সম্ভাবনা সিরাজ গোল্ডেন রে

বিশ্বের বৃহত্তম প্রাইভেট রেসিডেন্স রয়েছে ভারতের এই পরিবারের কাছে! দেখলে "হাঁ" হয়ে যাবেন আম্বানি-আদানিও

Image
নেশন হান্ট ডেস্ক: ভারতে (India) প্রথমসারির ধনকুবেরদের প্রসঙ্গ উঠে এলেই মুকেশ আম্বানি (Mukesh Ambani), গৌতম আদানির (Gautam Adani)-র মতো বিশ্ববিখ্যাত শিল্পপতিদের নাম সহজেই সামনে আসে। পাশাপাশি, তাঁদের বিলাসবহুল জীবনযাপন খুব সহজেই আকৃষ্ট করে সবাইকে। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন এক ভারতীয় পরিবারের প্রসঙ্গ উপস্থাপিত করব যাঁরা টক্কর দিতে পারেন এই শিল্পপতিদেরও। শুধু তাই নয়, তাঁদের কাছে রয়েছে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত বাসস্থান অর্থাৎ প্রাইভেট রেসিডেন্সও। মূলত, আজ আমরা আপনাদেরকে লক্ষ্মী বিলাস প্রাসাদ সম্পর্কে জানাবো। যেটি বরোদার গায়কোয়াড়দের মালিকানাধীন রয়েছে। এটি বিশ্বের বৃহত্তম প্রাইভেট রেসিডেন্স হিসেবে বিবেচিত হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, লক্ষ্মী বিলাস প্রাসাদ ব্যাকিংহাম প্যালেসের চেয়েও চার গুণ বড়। জানিয়ে রাখি যে, বরোদার গায়কোয়াড়রা একসময়ে ওই শহরের শাসক ছিলেন। যদিও, ভারত সরকার স্বাধীনতার পরে রাজতন্ত্রের ধারণাটি বাতিল করে দিয়েছিল। তবে, ভাদোদরার স্থানীয়রা এখনও ওই রাজপরিবারকে উচ্চ সম্মান প্রদর্শন করে। পূর্ববর্তী রাজপরিবার বর্তমানে এইচআরএইচ সমরজিৎ সিংহ গায়কোয়াড়ের নেতৃত্বে

এবার মাত্র ৫ দিন গেট খুলবে ব্যাঙ্কের! বাড়বে ছুটি, বেতনও; দিপাবলীর আগেই বড় খবর

Image
নেশনহান্ট ডেস্ক : ব্যাঙ্ক কর্মীদের আর্থিক ও পারিবারিক সুবিধার কথা মাথায় রেখে দুটি বড় প্রস্তাব পাঠিয়েছে ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন। এই দুটির মধ্যে ইতিমধ্যেই একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে অর্থ মন্ত্রণালয়ের সাথে। সম্প্রতি দ্বিতীয় প্রস্তাবটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং আশা করা হচ্ছে এটিও অনুমোদন পাবে। দুটি প্রস্তাব যদি অনুমোদিত হয়ে যায় তাহলে ব্যাংক কর্মীরা আর্থিকভাবে এবং মানসিকভাবে অনেকটাই সুবিধা পেতে চলেছেন। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এর আগে বলেছিল সপ্তাহে পাঁচ দিন কর্ম দিবস করা উচিত ব্যাঙ্কগুলোতে। আরোও পড়ুন :  আবহাওয়া চোখ পাল্টি, শীত কাটিয়ে ফিরছে বৃষ্টি! দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসার সম্ভাবনা এর ফলে উপকৃত হবেন সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রের ব্যাঙ্ক কর্মচারীরাই। নতুন প্রস্তাবে দাবি করা হয়েছে বার্ষিক ১৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দিতে হবে ব্যাঙ্ক কর্মচারীদের। অর্থাৎ দুটি প্রস্তাব অনুমোদন পেলে কর্মচারীদের সপ্তাহে পাঁচ দিনের কাজ করতে হবে এবং বার্ষিক ১৫ শতাংশ ইনক্রিমেন্টের সাথে বৃদ্ধি পাবে

আবহাওয়া চোখ পাল্টি, শীত কাটিয়ে ফিরছে বৃষ্টি! দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভাসার সম্ভাবনা

Image
নেশনহান্ট ডেস্ক : আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েক দিন বাংলার আবহাওয়া থাকবে শুষ্ক। ওয়েদার বুলেটিন অনুযায়ী আজ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। উত্তরবঙ্গের আবহাওয়াও শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ৩-৪ দিনে ধাপে ধাপে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। আরোও পড়ুন :  বাড়তে পারে LPG’র ভর্তুকি! দিপাবলীর আগেই নয়া আপডেট, আমজনতার কপাল খোলার ইঙ্গিত এরই সাথে শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শুক্র ও শনিবার হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্

বাড়তে পারে LPG'র ভর্তুকি! দিপাবলীর আগেই নয়া আপডেট, আমজনতার কপাল খোলার ইঙ্গিত

Image
নেশনহান্ট ডেস্ক : সামনে লোকসভা নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে এখন একাধিক রাজ্যের সরকার ও কেন্দ্রীয় সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প সামনে আছে। আসন্ন কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন ও আগামী বছরের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমায়। এক দফা রান্নার গ্যাসের দাম কমেছিল গত আগস্ট মাসে। অন্যদিকে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের অতিরিক্ত ১০০ টাকা ভর্তুকি বৃদ্ধি করা হয় অক্টোবরে। অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি বৃদ্ধি পায় গত ১লা অক্টোবর। ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম একলাফে ২০৩.৫ টাকা বেড়ে যায় কলকাতায়।  আরোও পড়ুন :  ধূমপায়ীদের মাথায় বাজ! এবার ট্রেনে লুকিয়ে সিগারেট ধরালেই বিপদ, থেমে যাবে ‘নিজে থেকেই’ কলকাতায় ভর্তুকিহীন বাণিজ্যিক গ্যাসের বর্তমান দাম ১,৮৩৯.৫ টাকা। অক্টোবরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও বৃদ্ধি পায়নি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম। আগস্টে ঘরোয়া গ্যাস সিলিন্ডার ২০০ টাকা ভর্তুকি ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম কমে ৯২৯ টাকা হয়। আরোও পড়

ধূমপায়ীদের মাথায় বাজ! এবার ট্রেনে লুকিয়ে সিগারেট ধরালেই বিপদ, থেমে যাবে 'নিজে থেকেই'

Image
নেশনহান্ট ডেস্ক : ভারতীয় রেলকে দেশের পরিবহনের মেরুদন্ড বলা হয়। ব্রিটিশ আমলে যে রেলের গোড়াপত্তন হয়েছিল, সেই রেল নেটওয়ার্ক আজ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোণায়। স্থানীয় লোকাল ট্রেন থেকে শুরু করে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর গন্তব্যে পৌঁছানোর প্রধান হাতিয়ার এই ট্রেন ব্যবস্থা। ভারতীয় রেলওয়ে (Indian Railways) প্রতিনিয়ত নিজেদেরকে আরও আপগ্রেড করার চেষ্টা করছে। তবে এমন কিছু নিয়ম প্রত্যেক যাত্রীকেও মানতে হয় যা আমাদের কর্তব্য। এগুলির মধ্যে অন্যতম হল ট্রেনের মধ্যে ধূমপান না করা। তবে এমন বহু যাত্রী রয়েছেন যারা লুকিয়ে ট্রেনের বাথরুমে ধূমপান করেন। আরোও পড়ুন :  সামনেই বিয়ে? অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি, নাহলেই জীবন হবে অন্ধকার, কি বলছে চাণক্য নীতি? কিন্তু এবার থেকে লুকিয়ে বাথরুমে গিয়ে ধূমপান করলে স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে ট্রেন। পূর্ব রেলের পক্ষ থেকে ‘ভেসডা’ (ভেরি ইজিলি স্মোক ডিটেনশন অ্যাপারেটর) বসানো হয়েছে শিয়ালদা ডিভিশনের দূরপাল্লার ট্রেনে। ধোঁয়া পেলেই ট্রেন থামিয়ে দেবে এই ভেসডা। অনেক সময় দেখা যায় সিগারেটের আগুন থেকে ঘটে যাচ্ছে বড় ধরনের দুর্ঘটন

সামনেই বিয়ে? অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি, নাহলেই জীবন হবে অন্ধকার, কি বলছে চাণক্য নীতি?

Image
নেশন হান্ট ডেস্ক: আচার্য চাণক্য (Acharya Chanakya) ছিলেন ভারতের একজন মহান কৌশলবিদ, রাজনীতিবিদ, কূটনীতিবিদ, এবং অর্থনীতিবিদ। তিনি শুধু জীবনের সকল বিষয় গভীরভাবে অধ্যয়নই করেননি পাশাপাশি, মানুষের সুষ্ঠু জীবনধারা সম্পর্কে সম্যক ধারণাও প্রদান করেছেন। এমনকি, বর্তমান সময়েও তাঁর কথাগুলি “চিরসত্য” হিসেবে পরিগণিত হয়। এমতাবস্থায়, যদি কোনো ব্যক্তি তাঁর জীবনে আচার্য চাণক্য প্রদত্ত নীতিগুলি অনুসরণ করে চলেন সেক্ষেত্রে তাঁর জীবনে তিনি চরম উন্নতি লাভ করতে সক্ষম হবেন। এদিকে, আচার্য চাণক্য বিবাহিত জীবনে কিভাবে সুখ ও শান্তি বজায় থাকতে পারে সেই প্রসঙ্গেও নীতিকথা লিখেছিলেন। শুধু তাই নয়, বৈবাহিক সম্পর্কে জড়ানোর আগে একজন পুরুষ এবং একজন মহিলার কি কি গুণাবলী থাকা উচিত এবং কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত সেই প্ৰসঙ্গেও বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন তিনি। এমনিতেই, বর্তমান প্রজন্মের মধ্যে বিবাহের বয়স নিয়ে নানা কৌতূহল এবং প্রশ্ন রয়েছে। পাশাপাশি, অধিকাংশজন এটাও জানতে চান যে, স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের ফারাক কত হলে সুখে থাকা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি পেতে পারে? এই বিষয়েও আলোকপাত করেছেন আচার্য চাণক্য। আরও পড়ুন:  ফ

ফের বাড়বে Jio-র প্ল্যানের খরচ? উৎসবের মরশুমেই গ্রাহকদেরকে বড় আপডেট দিল সংস্থা

Image
নেশন হান্ট ডেস্ক: 4G-র গন্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে 5G পরিষেবা। আর এই পরিষেবা শুরু করার ক্ষেত্রে যে টেলিকম সংস্থা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি হল Reliance Jio। অল্প সময়ের মধ্যেই দেশের বিস্তীর্ণ অংশে 5G পরিষেবা পৌঁছে দিয়েছে এই সংস্থাটি। এদিকে, বর্তমানে 4G-র দামেই 5G পরিষেবা উপলব্ধ করছে Jio। এমতাবস্থায়, Jio-র 5G পরিষেবার ক্ষেত্রে ট্যারিফ বৃদ্ধির বিষয়ে কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। তবে, এবার এই বিষয়ে বড় তথ্য সামনে এসেছে। শুধু তাই নয়, বিষয়টির পরিপ্রেক্ষিতে Jio-র প্রেসিডেন্ট ম্যাথিউ ওমেন তাঁর মতামত সামনে এনেছেন। মূলত, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, আপাতত কোনো প্ল্যানেরই দাম বাড়ানোর পথে হাঁটছে না সংস্থা। আসলে, গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যেই প্ল্যানগুলিকে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এই প্রসঙ্গে Jio-র প্রেসিডেন্ট জানিয়েছেন, Airtel, Vi, BSNL/MTNL-এর ২৪০ মিলিয়ন গ্রাহককে নিজেদের দিকে আকৃষ্ট করার প্রতি গুরুত্ব দিচ্ছে Jio। তিনি বলেন, “রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং Jio-র চেয়ারম্যান আকাশ আম্বানি মনে করেন এখনও দেশের যে ২০০ মিলিয়ন মানুষ 2G নেটওয়

শেষ হচ্ছে না ছুটি! সরকারি কর্মীদের জন্য পুজোর পরেও রয়েছে লম্বা হলিডের লিস্ট, দেখুন তালিকা

Image
নেশন হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে চলতি বছরের দুর্গাপুজো (Durga Puja) এবং লক্ষ্মীপুজো (Laxmi Puja)। এদিকে, পুজো উপলক্ষ্যে সরকারি দফতরগুলিতে ছুটি শুরু হয়েছিল চতুর্থীর দিন থেকে। এমতাবস্থায়, ১৮ দিন পর সোমবার ফের খুলেছে রাজ্যের সমস্ত সরকারি দফতর। পাশাপাশি, নবান্ন থেকে শুরু করে বিধানসভা প্রতিটি ক্ষেত্রেই ফের চোখে পড়ছে সেই চেনা ব্যস্ততা। তবে, বিজয়ার পর সরকারি দফতরগুলি খোলায় থেকে গিয়েছে পুজোর শুভেচ্ছা বিনিময়ের রেশও। কে কোথায় কিভাবে ছুটি কাটালেন চলছে এই সংক্রান্ত আলোচনাও। পাশাপাশি, অনেকে আবার দিপাবলি-ভাইফোঁটার মতো উৎসব-অনুষ্ঠানের ছুটির বিষয়েও নতুন পরিকল্পনা ছকছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আগামী নভেম্বর মাসেও সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন অনেক ছুটি। ইতিমধ্যেই সরকারের তরফে ছুটিগুলিকে মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য যে, সরকার মূলত তিনটি ভাগে ছুটি প্রদান করে। যার মধ্যে প্রথমটি হল, ১৯৮৮ সালের “ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট” (এনআই)। যেটি অনুযায়ী সমগ্ৰ দেশেই সরকারি কর্মচারীরা কিছু ছুটি পেয়ে যান। দ্বিতীয়ত, স্থানীয় উৎসব কিংবা পরবের জন্য রাজ্য সরকার ছুটি দিতে পারে। এছাড়াও তৃতীয়ত, রাজ্য সরকারের হাতে

গলতে পারবে না মশাও, ভারতেই তৈরি হচ্ছে Iron Dome! ৩৫০ কিমি দূরে থাকা শত্রুও হবে নিকেশ

Image
নেশন হান্ট ডেস্ক: ভারত সরকার (Government Of India) প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার বিষয়টি বৃদ্ধির জন্য ক্রমাগত চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে, ভারত ২০২৮-২৯-এর মধ্যে সক্রিয়ভাবে তার লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করার পরিকল্পনা করছে। যা ৩৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে স্টিলথ ফাইটার, বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল এবং সঠিক নির্দেশে শত্রুর হাতিয়ারকে আক্রমণ করে সেগুলিকে নষ্ট করতে পারবে। কেন্দ্রীয় সরকারের এই বহুকাঙ্ক্ষিত প্রকল্প কুশা-র অধীনে DRDO দ্বারা তৈরি করা দেশীয় লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল (LR-SAM) সিস্টেমের “ইন্টারসেপশন ক্যাপাবিলিটি” রাশিয়ান S-400 ট্রায়াম্ফ এয়ার ডিফেন্স সিস্টেমের মতো হবে। যা সম্প্রতি বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে, এই প্রতিরক্ষা ব্যবস্থায় দূরপাল্লার নজরদারি এবং ফায়ার কন্ট্রোল রাডার সহ একটি মোবাইল LR-SAM থাকবে এবং ১৫০ কিমি, ২৫০ কিমি এবং ৩৫০ কিমি রেঞ্জে শত্রুর লক্ষ্যবস্তুকে নিকেশ করার জন্য ডিজাইন করা বিভিন্ন ইন্টারসেপ্টর মিসাইলও থাকবে। এই প্রসঙ্গে TOI সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, এটি সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে।

এবার দার্জিলিংয়েই কাশ্মীরের স্বাদ, এক ধাক্কায় বিশাল হারে নামল পারদ! দক্ষিণবঙ্গে কবে আসছে শীত?

Image
নেশন হান্ট ডেস্ক: পুজো শেষ হতে না হতেই কার্যত দরজায় কড়া নাড়ছে শীত (Winter)। এমনিতেই মৌসম ভবন আগেই জানিয়েছিল যে, পুজো মিটলেই বদল হবে আবহাওয়ার (Weather)। পাশাপাশি, আলিপুর আবহাওয়া দফতরের তরফে এটাও জানিয়ে দেওয়া হয়েছিল যে, লক্ষ্মীপুজো পেরোলেই রবিবার থেকে একলাফে অনেকটাই কমে যাবে পারদ। সেই পূর্বাভাসই পুরোপুরি মিলে গেল। এমতাবস্থায়, লক্ষ্মীপুজোর আবহ মিটতে না মিটতেই জেলাগুলিতে নিম্নমুখী তাপমাত্রা। এদিকে, আমরা যদি রাজ্যের সামগ্রিক অবস্থার দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কমেছে তাপমাত্রা। শনিবার দুপুরে কলকাতা সহ নিকটবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় কম ছিল। এদিকে, রবিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাও ছিল স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। উত্তরের জেলাগুলিতেও লাফিয়ে পারদপতন ঘটেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত শনিবার দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি, জলপাইগুড়ি সহ কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তরের জেলাগুলিতেও শীতের

এগিয়ে চলেছে ভারত! ২০৪৭-এর মধ্যেই দেশের প্রতি ব্যক্তির আয় হবে ১০ লক্ষ টাকা, প্রকাশ্যে বড় তথ্য

Image
নেশন হান্ট ডেস্ক: সাম্প্রতিক কালে ভারতের (India) অর্থনীতি (Economy) দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, অর্থনীতির বিচারে আমাদের দেশ এখন অন্যান্য উন্নত ও বড় দেশগুলির সাথেও জোরদার টক্কর দিচ্ছে। এমতাবস্থায়, বিশেষজ্ঞদের মতে ভারত শীঘ্রই অর্থনৈতিক দিক থেকে সারা বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করবে। এমনকি, এই সময়টাও আর দূরে নেই যখন ভারত ৩০ ট্রিলিয়নের অর্থনীতিকেও ছুঁয়ে ফেলবে। নীতি আয়োগের মতে, ভারত ২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়নের অর্থনীতির লক্ষ্য অর্জন করবে বলে অনুমান করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে, ভারতের GDP ৩.৭ ট্রিলিয়ন ডলার সহ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, ২০৩০ সালের মধ্যে, ভারত জাপান এবং জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে বলে অনুমান করা হচ্ছে। রেটিং এজেন্সি S&P-র মতে, ২০৩০ সালের মধ্যে ভারতের নমিন্যাল GDP ৭.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে। অপরদিকে, নীতি আয়োগ ২০৪৭ সালের মধ্যে ভারতকে প্রায় ৩০ লক্ষ কোটি ডলারের একটি উন্নত অর্থনীতিতে পরিণত করার জন্য ভিশন ডকুমেন্ট তৈরি করছে। ৩০ ট্রিলিয়নের অর্থনীতিতে পরিণত হবে ভারত: এই প

আর নেই চিন্তা! কলকাতার রাস্তায় দেখা মিলবে ওয়াটার প্রুফ রাস্তার? সামনে এল বড় পরিকল্পনা

Image
নেশন হান্ট ডেস্ক: বৃষ্টি হলেই শহর কলকাতা (Kolkata) জুড়ে রাস্তার যে বেহাল অবস্থা ঘটে সেই চিত্র আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ করেছি। এমনকি, বর্ষার দিনগুলিতে রীতিমতো তুমুল জল যন্ত্রণার সম্মুখীন হতে হয়ে শহরবাসীকে। শুধু তাই নয়, এর ফলে একদিকে যেমন যানবাহনের গতি শ্লথ হয়ে যায় অন্যদিকে বৃদ্ধি পায় দুর্ঘটনার আশঙ্কাও। এদিকে, যেহেতু বর্ষার পরেই উৎসবের মরশুম শুরু হয়ে যায় তাই তার আগেই দ্রুত রাস্তা সারাইয়ের কাজ সম্পন্ন করে পুরসভা। যদিও, এতে স্থায়ী কোনো সমাধান ঘটে না। বরং, কয়েকমাস যাওয়ার পর আবার পূর্বের পরিস্থিতি ফিরে আসে। আর এইভাবেই বছরের পর বছর ধরে শহরের বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে, এই সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে এর থেকে স্থায়ী সমাধানও খুঁজছে পুরসভা। সেই আবহেই এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। পাশাপাশি, মিলতে পারে এই সমস্যা থেকে মুক্তির সমাধান সূত্রও! উল্লেখ্য যে, চলতি বছরে পুজোর আগে শহরের রাস্তা মেরামতির বিষয়টা খতিয়ে দেখতে কলকাতার রাস্তা কার্যত চষে ফেলেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি, তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার আলো বিভাগের মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সী সহ সড়ক বিভাগের মেয

স্বপ্নপূরণের জন্য ছেড়েছিলেন ব্যাঙ্কের চাকরি! কঠোর পরিশ্রমের মাধ্যমে পরীক্ষায় সফল হয়ে SDM হলেন অমিত

Image
নেশন হান্ট ডেস্ক: সম্প্রতি বিহার পাবলিক সার্ভিস কমিশন (Bihar Public Service Commission, BPSC) ৬৭ তম কম্বাইন্ড কম্পেটিটিভ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। ফল প্রকাশের পরই সামনে আসছে এই পরীক্ষায় সফল হওয়া প্রার্থীদের সংগ্রামের কাহিনি (Success Story)। তাঁদের মধ্যে অন্যতম হলেন অমিত কুমার। যিনি ওই পরীক্ষায় ৫১ তম স্থান অর্জন করে বিহারের SDM হয়েছেন। SDM হওয়ার জন্য ছাড়েন ব্যাঙ্কের চাকরি: অমিত তাঁর লক্ষ্য অর্জনের জন্য নিরন্তর পরিশ্রম করেছেন। ২০০৭ সালে তিনি বিজয়া ব্যাঙ্কে চাকরি পান। তারপরে তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতেও চাকরি পেয়েছিলেন। যদিও, চাকরির মাঝেই তিনি BPSC পরীক্ষার প্রস্তুতি নিতে থাকেন। এই প্রসঙ্গে তিনি জানান যে, “সবাই বলে SBI-এর চাকরি সেরা। কিন্তু আমার লক্ষ্য ছিল SDM হওয়া। তাই সেই লক্ষ্য অর্জনের জন্য আমি ব্যাঙ্কের চাকরি ছেড়ে BPSC পরীক্ষার প্রস্তুতি নিতে থাকি।” দ্বিতীয়বারের চেষ্টায় আসে সাফল্য: উল্লেখ্য যে, মুজাফরপুরের বাসিন্দা অমিত দ্বিতীয়বারের চেষ্টায় BPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ব্যাঙ্কের চাকরি ছাড়ার পর, তিনি BPSC-র ৬৪ তম পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ৯৫ তম স্থান অর্জন করে প্

আর হবে না চিকিৎসার সমস্যা, এবার বাংলার মানুষের জন্য এই মানবিক পদক্ষেপ নিল সরকার! খুশি জনতা

Image
নেশন হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যজুড়ে (West Bengal) আয়ুষ ডিসপেনসারি (Ayush Dispensary) খোলার পরিকল্পনা করছে রাজ্য সরকার। এমতাবস্থায়, এই পরিকল্পনার পেছনে রয়েছে দু’টি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, এই ডিসপেনসারি শুরু হলে সেখানে কর্মসংস্থানের সুযোগ ঘটবে। যার ফলে রাজ্যের যুবক-যুবতীরা চাকরি পাবেন। পাশাপাশি, অন্য কারণটি হল, শহরতলি থেকে শুরু করে গ্রামাঞ্চলের মানুষজন যাতে সস্তায় ওষুধ পেতে পারেন সেদিকও গুরুত্ব দেওয়া হবে। আর এহেন পরিকল্পনাকে সামনে রেখেই রাজ্যজুড়ে মোট ১২০ টি আয়ুষ ডিসপেনসারি খোলার ক্ষেত্রে উদ্যোগ নিচ্ছে সরকার। পাশাপাশি, প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর এই বিষয়টি বাস্তবায়িত করতে একটা পরিকল্পনা ছকে ফেলেছে। যেটি অনুযায়ী, সমগ্র রাজ্যজুড়ে ৭০ টি হোমিওপ্যাথি, ৪০ টি আয়ুর্বেদিক এবং ১০ টি ইউনানি ডিসপেনসারি খোলা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, রাজ্য স্বাস্থ্য দফতর সমস্ত জেলার স্বাস্থ্য আধিকারিকদের জানিয়েছে, যে প্রতিটি জেলায় জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আয়ুষ ডিসপেনসারি খোলা যায়।

পরপর তিনটি মিসড কল, তারপরেই ফাঁকা অ্যাকাউন্ট! প্রতারকদের নয়া জালিয়াতিতে ঘুম উড়েছে সবার

Image
নেশন হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই বাড়ছে অনলাইন জালিয়াতির ঘটনা (Online Scam)। এমনকি, জালিয়াতির জন্য একের পর এক নিত্যনতুন কৌশল অবলম্বন করছে প্রতারকরা। সেই রেশ বজায় রেখেই এবার তারা সিম সোয়াপিংয়ের (Sim Swapping) কৌশল ব্যবহার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করছে। চলতি মাসের শুরুতেই উত্তর দিল্লির একজন আইনজীবী রাজধানীতে এইভাবে জালিয়াতির শিকার হন। জানা গিয়েছে, তিনি অজানা নম্বর থেকে তিনটি মিস কল পেয়েছিলেন এবং পরবর্তীকালে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা কয়েক মিনিটের মধ্যেই তুলে নেওয়া হয়েছিল। এদিকে, এই একই ধরণের ঘটনা ফেব্রুয়ারিতেও দেখা গিয়েছিল। সেই সময়ে একটি বেসরকারি স্কুলের একজন শিক্ষক তিন ঘণ্টারও কম সময়ে আটটি ট্রানজাকশনে প্রায় ১.৫ লক্ষ টাকা হারিয়েছিলেন। এই প্রসঙ্গে ওই শিক্ষক জানান যে, তিনি কারও সাথে কোনো কল, টেক্সট বা ব্যাঙ্ক ওটিপি শেয়ার করেননি। তিনি শুধুমাত্র মিসড কল পেয়েছিলেন এবং পরে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছিল। দিল্লি পুলিশের মতে, এই সমস্ত ঘটনাগুলি স্পষ্ট হয়েছে যে, ভুক্তভোগীরা প্রথমে প্রতারকদের কাছ থেকে একাধিক মিসড কল পান। তারপরেই অ্যাকাউন্ট

করেছেন ৩০ হাজার কোটির স্ক্যাম, হয়েছে ওয়েব সিরিজও, এই ব্যক্তির কীর্তি জানলে হয়ে যাবেন "থ"

Image
নেশন হান্ট ডেস্ক: ২০২০ সালে OTT প্ল্যাটফর্মে মুক্তি পায় জনপ্রিয় ওয়েব সিরিজ (Web Series) “স্ক্যাম ১৯৯২: দ্য হর্ষদ মেহতা স্টোরি”। যেখানে হর্ষদ মেহতার (Harshad Mehta) প্রায় ৫,০০০ কোটি টাকার কেলেঙ্কারির বিষয়টি তুলে ধরা হয়েছিল। যেটি প্রত্যক্ষ করার পর এই কেলেঙ্কারি সম্পর্কে অবাক হয়েছিলেন সকলেই। তবে, দেশের ইতিহাসের সবথেকে বড় স্ক্যামারের তকমা যাঁর কাছে রয়েছে তাঁর কীর্তি জানলে রীতিমতো উড়ে যাবে হুঁশ। ১০ বছরে ১৮ টি রাজ্য ও ৭২ টি শহর জুড়ে প্রায় ৩০ হাজার কোটি টাকার কেলেঙ্কারি করে দেশের অর্থনীতিকেই টলিয়ে দিয়েছিলেন ওই ব্যক্তি। সম্প্রতি তাঁকে ঘিরেও “স্ক্যাম ২০০৩-দ্য তেলগি স্টোরি” নামের একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ওটিটিতে। এতক্ষণে তাঁর পরিচয় সম্পর্কে অনেকেই হয়তো সঠিক আন্দাজ করে ফেলেছেন। মূলত, আমরা আব্দুল করিম তেলগি (Abdul Karim Telgi)-র বিষয়েই বলছি। তাঁর হাজার হাজার কোটি টাকার এই কেলেঙ্কারি রীতিমতো ঘুম কেড়ে নিয়েছিল প্রতিটি মহলের। তিনি ভুয়ো স্ট্যাম্প পেপারের মাধ্যমে এই বিপুল অর্থের কেলেঙ্কারি ঘটান। যেটি পরিচিত রয়েছে ভুয়ো স্ট্যাম্প পেপার স্ক্যাম ২০০৩ বা তেলগি কেলেঙ্কারি নামে। বলা হয় যে, আবদুল করিম তেল

মাত্র ৪ ঘণ্টা কাজ করলেই হবে, শীতকালে বাড়িতে বসেই আয় করুন লাখ লাখ টাকা

Image
নেশন হান্ট ডেস্ক: ইতিমধ্যেই চতুর্দিকে হিমেল বাতাসের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেটি জানিয়ে দিচ্ছে যে, চলতি বছরে শীতের (Winter) আগমন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এদিকে, আমাদের দেশে মরশুম অনুযায়ী বিভিন্ন পণ্যের এবং খাদ্যবস্তুর চাহিদা হু হু করে বৃদ্ধি পায়। এমতাবস্থায়, সময়ের ওপর ভর করে এবং চাহিদাকে কাজে লাগিয়ে সঠিক ব্যবসা (Business) শুরু করার মাধ্যমে আপনি খুব সহজেই লাভবান হতে পারেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ব্যবসা শুরুর মাধ্যমে আপনি শুধু শীতের মরশুমেই কয়েক লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতে পারবেন। প্রথমে বিষয়টি জেনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক লাভজনক ব্যবসার প্রসঙ্গ উপস্থাপিত করতে চলেছি। যেটি আপনি খুব সহজেই শীতের মরশুমে শুরু করতে পারেন। মূলত, আমরা আপনাকে যে ব্যবসায়িক উপায়টি সম্পর্কে জানাবো সেটিতে আপনি শীতের দিনে মাত্র ৪ থেকে ৫ ঘন্টা কাজ করে সহজেই ৪,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। এছাড়াও, বেকার যুবক-যুবতীদের পাশাপাশি কর্মরত ব্যক্তিরাও তাঁদের অবসর সময়কে কাজে লাগিয়ে এটি শুরু করতে পারেন। আসলে, ঠাণ্ডা আবহাওয়ায়

আজকের রাশিফল ২৯ অক্টোবর, রবিবার: সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে তুলা, মোটা অঙ্কের অর্থব্যয় মেষের! বিনিয়োগেই লাভ এই রাশির

নেশনহান্ট ডেস্ক : জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অংশ হলো রাশিফল। রাশিফলের উপর নজর রাখলেই বোঝা যায় যে সারাদিনটা ঠিক কেমন যাবে। পাশাপাশি জীবনে চলার পথে আপনার ভাগ্যের চাকা ঠিক কোন দিকে ঘুরছে সেই বিষয়ে একটি ধারণা করতে পারবেন আপনি। আসন্ন বিপদ থেকে সতর্ক হওয়ার জন্যেও রাশিফল আপনাকে সাহায্য করতে পারে। তাই দিন শুরু করার আগে চোখ রাখুন আজকের রাশিফলে। দেখুন আপনার দিনটি ঠিক কেমন যাবে: মেষ রাশি : আজকের দিনের জন্য আপনার অর্থ ভাগ্য ভালো না হলেও মন থেকে সমস্ত রকম নেতিবাচক চিন্তাকে দূরে রাখুন। প্রিয়জনদের কাছ থেকে বেশ কিছু দুর্দান্ত উপহার পেলেও আজকের দিনটাই আপনি তেমনভাবে কোন অর্থ সঞ্চয় করতে পারবেন না। এই দিনটিতে আপনার প্রেমযোগ বেশ ভালই রয়েছে। কোন সমস্যায় পড়লে আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের পরামর্শ নিলে স্বস্তি মিলবে। প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির জন্য একটি কালচে-নীল কাপড়ের মধ্যে গোল মরিচ, ছোলা এবং একটি কয়লার টুকরো বেঁধে তা স্রোতযুক্ত জলে নিক্ষেপ করুন।   বৃষ রাশি : শরীরের প্রতি নজর দেওয়ার পাশাপাশি খাওয়া-দাওয়ার দিকে বিশেষ গুরুত্ব দিন। বিশেষত, মাইগ্রেন রোগীদের জন্য অতিরিক্ত সতর্কতার প্রয়

পথেই চালান স্কুল! সেই 'রাস্তার মাস্টার' এবার বিশ্বের সেরা ১০ শিক্ষকের তালিকায়, বিশেষ স্বীকৃতি ইউনেস্কোর

Image
নেশনহান্ট ডেস্ক : হেমন্ত বাবু তার গানে গানে বলেছিলেন “বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও…।” আসলে পথের সাথীকে চেনার জন্য প্রয়োজন হয় পথের। আবার সবার সাথী সবাই হতেও পারে না। শিক্ষকের চিরকালীন সাথী তার পড়ুয়ারা। তাই বাংলার এই শিক্ষক পড়ুয়াদের সন্ধানে চার দেয়ালের ঘর থেকে বেরিয়ে এসেছেন পথে। খোলা রাস্তায় এই শিক্ষকের শিক্ষকতায় ভরে ওঠে আকাশ-বাতাস। পড়ুয়াদের কবিতার ছন্দে নেচে ওঠে নাম না জানা অসংখ্য পাখি। শুধু প্রথাগত শিক্ষা নয়, এই মাস্টার আদিবাসী সম্প্রদায়ের শিশুদের দিচ্ছেন জীবনের পাঠ। এবার ইউনেস্কোর পক্ষ থেকে বাংলার এই মাস্টারকে সেরা ১০ শিক্ষকের তালিকায় স্থান দেওয়া হল। ইউনেস্কোর গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড বাংলার এই শিক্ষক এবার পেতে চলেছেন একমাত্র ভারতীয় হিসেবে। আরোও পড়ুন :  ১০ টাকার মাল বিক্রি ১০০ টাকায়, সারা বছরই থাকে বিপুল চাহিদা! এই ব্যবসায় অল্পদিনেই হবেন লাখপতি দীপনারায়ণ নায়েক পরিচিত ‘রাস্তার মাস্টার’ হিসেবে। প্যারিসে ইউনেস্কোর জেনারেল অ্যাসেম্বলিতে বিশ্বের সেরা শিক্ষকের নাম ঘোষণা করা হবে আগামী ৮ নভেম্বর। সেখানেই সেরা ১০ শিক্ষকের তালিকায় মনোনয়ন পেয়েছেন দীপনারায়ন। জামুড়িয়ার