পাল্টে গেল নিয়ম! ট্রেনের টিকিট ক্যান্সেল করলেই কাটবে এত টাকা, স্পষ্ট করল IRCTC
নেশনহান্ট ডেস্ক: ভারতে গণপরিবহনের মেরুদন্ড বলা হয় ভারতীয় রেলকে। কর্মক্ষেত্র হোক কিংবা ভ্রমণ, সব ক্ষেত্রেই ভারতীয়দের প্রথম পছন্দ রেল। রেলে করে ভ্রমণ একদিকে যেমন দ্রুতগতির, অন্যদিকে সস্তাও বটে। বহু মানুষই এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য বেছে নেন রেলকে। ভারতের রেল ব্যবস্থা সুপ্রাচীন। তবে যতদিন গেছে ভারতীয় রেল নিজেদেরকে প্রতিনিয়ত আপগ্রেড করেছে। ভারতীয় রেলের এমন বহু নিয়ম রয়েছে যা আমাদের অনেকের কাছেই অজানা। কিন্তু যারা নিয়মিত রেলে যাতায়াত করেন তাদের এই নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকা উচিত। আপনারাও যদি ভারতীয় রেলের নিয়মিত যাত্রী হন তাহলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। আমাদের দেশে দুইভাবে ট্রেনের টিকিট কাটা যায়। একটি অনলাইন, অন্যটি অফলাইন অর্থাৎ কাউন্টারে গিয়ে। IRCTC অ্যাপের মাধ্যমে অধিকাংশ মানুষ অনলাইনে ট্রেনের টিকেট কেটে থাকেন। ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনারা এই অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারেন। কিন্তু অনেক সময় আমাদের কাটা ট্রেনের টিকিট ক্যানসেল করতে হয়। আরোও পড়ুন : বিশ্বকাপে ‘শেষ’ ভারত! বাড়ি ফিরেই আত্মহত্যার সিদ্ধান্ত রাহুলের, খেলা পাগল ছ...