Posts

Showing posts with the label Underwater Zoo

সুখবর! আর যেতে হবে না বিদেশ, দুবাইয়ের আন্ডার ওয়াটার জু’র মজা এবার মিলবে কলকাতাতেই

Image
নেশনহান্ট ডেস্ক: মাথার উপরে, ডায়ে-বাঁয়ে যেদিকেই তাকানো যাক না কেন চারিদিকে দেখা যাবে শুধুই জল আর জল। আর ছোট-বড় নানান প্রজাতির সামুদ্রিক মাছ ও জীব ভেসে বেড়াচ্ছে সেই জলে। এবার এমনই একটা দৃশ্যের দেখা মিলবে খাস কলকাতায়। পার্ক সার্কাস ময়দানের একটি বিরাট অংশ জুড়ে এটি তৈরি হয়েছে। জানা গিয়েছে, অনেকটা দুবাই মলের নিচে অবস্থিত ‘দুবাই অ্যাকোরিয়াম এবং আন্ডার ওয়াটার জু’-এর ধাঁচে তৈরি করা হয়েছে পার্ক সার্কাসের এই পোর্টেবল টানেল অ্যাকোরিয়ামটি ৷ আগামী ২৭ নভেম্বর অবধি এই অ্যাকোরিয়ামটি দেখার সুযোগ রয়েছে। আর এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পার্ক সার্কাসের উদ্দীপনি ক্লাবের তরফে। আরোও পড়ুন:  আচমকাই পাল্টে যাবে ওয়েদার! সোয়েটারের সাথে এবার রেডি রাখুন ছাতাও, প্রকাশ্যে বড়সড় আপডেট দেখলে মনে হবে, জলের অনেক নিচে তৈরি করা সুড়ঙ্গের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি ৷ কিন্তু, বিষয়টি ঠিক তেমন নয়৷ সেখানে বসানো হয়েছে বড় বড় জলের ট্যাংক ৷ আর এই ট্যাংকের মধ্যে ভাসছে রঙিন মাছ ৷ আর এই অভিনব অ্যাকোরিয়াম দেখে বিস্ময় ফুটে উঠছে ছোট থেকে বড় সকলের চোখেমুখে৷ আরোও পড়ুন :  দীপুদা তো অনেক হল! এবার হবে ম...